X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদ শেষে আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে ছেড়ে দিল পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২১:৩৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২১:৪৪


আকায়েদের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে
জিজ্ঞাসাবাদ শেষে নিউ ইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর স্ত্রী ও শশুর-শাশুড়িকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা তাদের আবার জিগাতলার বাড়িতে পৌঁছে দেন। এর আগে বিকেল সোয়া তিনটার দিকে আকায়েদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁই (২৪) ও শ্বশুর জুলফিকার হায়দার ও শাশুড়ি মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে নিজেদের কার্যালয়ে নিয়ে যান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কর্মকর্তারা।
সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আকায়েদ সম্পর্কে জানতে তার স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় নিউ ইয়র্ক পুলিশ। বিস্ফোরণে তার শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি জখম হয়েছে। এখন সে সেখানে একটি হাসপাতালে রয়েছে।
আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে।২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়। পরে আকায়েদ স্থায়ী মার্কিন অধিবাসী হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস শুরু করে। সেখানে ড্রাইভিংয়ের কাজ করতো সে।
আকাইদের শ্যালক হাফিজ মাহমুদ জয় বলেন, বিকেলে পুলিশের একটি দল তাদের বাসায় গিয়ে তার বাবা-মা ও বোনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের নিয়ে যায়। আকায়েদ প্রসঙ্গে হাফিজ মাহমুদ বলেন, গত বছরের জানুয়ারি মাসে তার বোনের সঙ্গে আকায়েদের বিয়ে হয়। গত বছরের শেষের দিকে এবং চলতি বছরের সেপ্টেম্বর তার বোন জামাই দেশে এসেছিল। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হয়েছে এরকম তাদের কখনও মনে হয়নি।
আকায়েদের স্বজনরা বলছেন, ঢাকার হাজারীবাগ এলাকায় বেড়ে ওঠা আকায়েদ অন্য আট দশ জন ছেলের মতোই চলাফেরা করতো। স্থানীয় কাকলী স্কুল থেকে এইচএসসি, বাংলাদেশ রাইফেলস কলেজ (মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ) থেকে এইচএসসি পাস করে ঢাকা সিটি কলেজে বিবিএ ভর্তি হয়েছিল। এর মধ্যেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যায়।

এ সংক্রান্ত আরও খবর:

আকায়েদ বা তার পরিবারের নামে কোনও অপরাধের রেকর্ড নেই সন্দ্বীপে

ম্যানহাটন হামলার আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর

‘বার্লিনে বড়দিনের হামলা’য় অনুপ্রাণিত ছিলেন আকায়েদ

নিজ বাসাতেই বোমা বানিয়েছিলেন আকায়েদ

একজনের কর্মকাণ্ডের দায় পুরো কমিউনিটির নয়: প্রবাসী বাংলাদেশিরা

ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নিন্দা

ম্যানহাটনে বিস্ফোরণ: সন্দেহভাজন আকায়েদ সম্পর্কে যা জানা গেছে

সন্দেহভাজন আকায়েদের সিসিটিভি ছবি প্রকাশ

অভিবাসননীতির সুযোগ নিয়েই জঙ্গিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে: ট্রাম্প

/এনএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি