X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আগাম তথ্য পাওয়ার প্রযুক্তিতে সহায়তা দিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ০১:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০২:০৪

আগাম তথ্য পাওয়ার প্রযুক্তিতে সহায়তা দিতে আগ্রহী দক্ষিণ কোরিয়া বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের তথ্য আগাম পেতে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (এপিআই) বাস্তবায়নে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কোরিয়া কাস্টমস সার্ভিসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদর দফতর পরিদর্শন করে। এ সময় প্রতিনিধি দলটি এই আগ্রহের কথা জানায়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এই পরিদর্শনের আয়োজন করা হয়। কোরিয়ান কাস্টমসের চার সদস্যের প্রতিনিধি দলের প্রধান ছিলেন কোরিয়া কাস্টমসের আইসিটি ডেভেলপমেন্ট ডিভিশনের ডিরেক্টর রোহ বিউয়ং পিল। প্রতিনিধি দলেন অন্য সদস্যরা হলেন ম্যানেজমেন্ট সাপোর্ট ডিভিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জুং তাই সুং, কিম্পো এয়ারপোর্ট কাস্টমসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উ সিয়ুং কিউন এবং ইনফরমেশন প্ল্যানিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিজ লিম হি জিওং।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেন, ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র মাধ্যমে কোরিয়া কাস্টমস থেকে বাংলাদেশ কাস্টমসকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (এপিআই) সিস্টেম, ডগ স্কোয়াড এবং স্ক্যানিং মেশিন স্থাপনে কোরীয় প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানিয়েছি।’

তিনি বলেন, ‘দুই দেশের কাস্টমসের মধ্যে তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।’

প্রতিনিধি দলটি শুল্ক গোয়েন্দা কার্যালয়ে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারা শুল্ক গোয়েন্দার সদরদফতরের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন শুল্ক গোয়েন্দা দফতরের মহাপরিচালক মইনুল খান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এপিআই বাস্তবায়নের জন্য ৯ সদস্যের কমিটিও করেছে এনবিআর। সেই কমিটি এপিআই বিষয়ক আইন, বিধি প্রণয়ন ও বাস্তাবায়নের জন্য কাজ করছে।

গত ৯ নভেম্বর এনবিআরের এক দাফতরিক চিঠিতে বলা হয়, এপিআই বাস্তবায়ন হলে এনবিআরের রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

এছাড়া এতে করে দেশের বিমানবন্দরগুলোর যাত্রীসেবার মান অক্ষুণ্ন রাখা, বিমানবন্দরে দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা, অবৈধ ও অনাকাঙ্ক্ষিত যাত্রীদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যাত্রী হয়রানি কমানো, সন্দেহভাজন যাত্রীদের সাধারণ যাত্রীদের কাছ থেকে আলাদা করা সম্ভব হবে বলেও মনে করছে এনবিআর।

/এআরআর/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম