X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাকৃবির সেই শিক্ষককে অনুপস্থিতির জন্য শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ০৩:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:৩১

অধ্যাপক আনোয়ার হোসেন পাঁচ শিক্ষার্থীর গবেষণায় চুরি ধরায় বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দেওয়া হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনকে। একইসঙ্গে তাকে দেড় বছর ধরে ক্লাস-পরীক্ষা নেওয়া থেকেও অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। আর এই অব্যাহতিকালীন সময়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে অধ্যাপক আনোয়ার হোসেনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে বিভাগের ১১টি যন্ত্রপাতি জমা দিতেও তাকে পৃথক চিঠি দেওয়া হয়েছে। এ মাসের ৪ তারিখে চিঠি দুইটি ইস্যু করা হয়। অধ্যাপক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়টির ফার্ম স্ট্র্যাকচারাল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

গত ৪ ডিসেম্বর অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে বাকৃবির দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন-২) স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়েছে, ‘২০১৬ সালের ৫ জুন বিভাগীয় বোর্ড অব স্ট্যাটিজের ৩৯৮তম সভা থেকে অদ্যাবধি আপনি (আনোয়ার হোসেন) বিভাগে অনুপস্থিত রয়েছেন।’ চিঠি ইস্যুর সাত দিনের মধ্যে অনুপস্থিত থাকার জানতে চাওয়া হয় চিঠিতে। একই দিন দেওয়া অ্যাডিশনাল রেজিস্ট্রারের আরেকটি চিঠিতে আনোয়ার হোসেনকে বিভাগের সভাপতি থাকা অবস্থায় নেওয়া ১১টি যন্ত্রপাতি জমা দিতে বলা হয়।

ভুক্তভোগী ফার্ম স্ট্রাকচার অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনের দাবি, তাকে হয়রানি করার জন্যই এসব করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার অপরাধ আমি পাঁচ শিক্ষার্থীর থিসিসে নকলের অভিযোগ এনেছিলাম। ওই পাঁচ শিক্ষার্থী বিভিন্ন আর্ন্তজাতিক গবেষণার হুবহু তথ্য তাদের নিজেদের মাস্টার্সের থিসিসে ব্যবহার করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নকলের অভিযোগ পেয়েও তা আমলে না নিয়ে উল্টো আমাকে একের পর এক হেনস্থা করে যাচ্ছে। আমাকে গত বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এমনকি সব ক্লাস-পরীক্ষা নেওয়া থেকেও অব্যাহতি দেয়। এছাড়া সম্প্রতি ভর্তি পরীক্ষার হল প্রধানের দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছে। বাকৃবির ওয়েবসাইটে আমার পরিচিতিতে অধ্যাপকের জায়গায় সহযোগী অধ্যাপক করে রাখা হয়েছে। অথচ আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৪ সালের জুনের ২ তারিখ থেকে অধ্যাপক ঘোষণা করে। ঘোষণার পর থেকেই আমি একজন অধ্যাপকের সব ধরনের সুযোগ-সুবিধাও ভোগ করে আসছি।’

অনুপস্থিত থাকা বিষয়ে ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘অব্যাহতি দেওয়ার পরও আমি নিয়মিত বিভাগে উপস্থিত থাকি। তবে যেহেতু বিভাগে আমার কোনও কাজ নেই তাই কম সময় থাকি। এছাড়া আমাকে বিশ্ববিদ্যালয় বেতন-ভাতা সবই দিচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের দেওয়া সরকারি কোয়ার্টারেও আছি যা ক্যাম্পাসের ভেতরেই অবস্থিত। যদি অনুপস্থিত থাকতাম, তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে আমার বেতন-ভাতা বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে আমি অনুপস্থিত কি করে?’

যন্ত্রপাতির ব্যাখ্যা দিয়ে আনোয়ার হোসেন বলেন, ‘আরেকটি নোটিসে ১১টি যন্ত্রপাতি আমাকে বুঝিয়ে দিতে বলেছে। যদিও ওইসব যন্ত্রপাতিগুলো বিভাগীয় প্রধানের কক্ষেই ছিল। আমি ইতোমধ্যে চিঠি দুইটির জবাব দিয়েছি।’

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধ্যাপক আনোয়ার হোসেন বিভাগে উপস্থিত থাকেন না। এর সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। কারণ একাডেমিক মিটিং কল করার আগে তাকেও চিঠি দিয়ে ইনভাইট করা হয়। কিন্তু তিনি উপস্থিত থাকেন না। এগুলো নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে ডকুমেন্ট চেয়েছেন আমরা দিয়েছি।’

ড. বিল্লাল হোসেন বলেন, ‘তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকাসহ অন্যান্য অনেক জায়গায় যান। সেগুলোর ছবিও আমাদের কাছে আছে। কিন্তু নিয়ম আছে বিশ্ববিদ্যালয় ছাড়লে অনুমতি নিতে হয় অথবা ছুটির আবেদন দিতে হয়। এটাও তিনি করেন না।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, তাদের পাঠানো কোনও চিঠি আমার হাতে পৌঁছায় না। কারণ হিসেবে অভিযোগ করে তিনি বলেন, ‘বিভাগ থেকে পাঠানো সব চিঠি দায়িত্বপ্রাপ্ত ক্লার্কের কাছে যায়। সে সব চিঠি পড়ে। গুরুত্বপূর্ণ হলে পুড়িয়ে ফেলে। আর ওই ক্লার্ক সাবেক ডিন অধ্যাপক আব্দুর রশীদের ভাতিজা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা এই ডিন।’

সামগ্রিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারকে ফোন করা হয়। তবে তাকে ফোনে পাওয়া যায়নি।

/আরএআর/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি