X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত প্রায় ৬ হাজার টাকা জনপ্রতি আদায়ের অভিযোগ উঠেছে রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। খোদ শিক্ষার্থীরাই এই অভিযোগ তুলেছেন।

দনিয়া কলেজের বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের অভিযোগ, গত ৫ ডিসেম্বর উচ্চ মাধ্যমিক পর্রীক্ষার ফি বিষয়ে দনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা আছে বোর্ড পরীক্ষার ফি ১ হাজার ২৩৫ টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০ টাকা, সনদপত্র ফি ১০০ টাকা, রোভার স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা, কেন্দ্র ফি ৩০০টাকা, স্টুডেন্ট গাইডেন্স ফি ১ হাজার টাকা, উন্নয়ন ফি ৪ হাজার টাকা এবং বিবিধ ৭৯৫ টাকাসহ সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সরকারি ফি অনেক কম হলেও সরকারি ফি ব্যাতিত অতিরিক্ত ৫ হাজার ৭৯৫ টাকা জনপ্রতি আদায় করছে দনিয়া কলেজ কর্তৃপক্ষ। দনিয়া কলেজ থেকে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ হাজার। সেই হিসাবে দেখা যায় কলেজ কর্তৃপক্ষ আদায় করছে প্রায় পৌনে ২ কোটি টাকা।

এদিকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ফি বাতিলের দাবিতে প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। ফি বাতিলের দাবিতে দফায় দফায় মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করেছেন তারা। মানববন্ধনে তারা জানান, কর্তৃপক্ষ তাদের কথা কর্ণপাত করছেন না। ১২ ডিসেম্বর পর্যন্ত সময় চাইলেও এখন পর্যন্ত কোনও কিছুই জানায়নি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ।

মানববন্ধনে কলেজ শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাওয়া হলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রথমে আন্দোলনের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন, ‘এইটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানে আমার কিছু করার নেই।’

বিষয়টি নিয়ে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে জানান, আমি আন্দোলনের বিষয়ে কিছুই জানি না। উন্নয়ন ফি ৩ হাজার টাকা নেওয়ার কথা জানি। এটা আগের কমিটি করেছে। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি ২ মাস হয়েছে কমিটিতে এসেছি।

এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সবার তো সামর্থ্য নাই ৬ হাজার টাকা দেওয়ার। যাদের আছে তারা দিয়ে ফরম পূরণ করছে। আমাদের সন্তানের পরীক্ষা দেওয়া এখন অনিশ্চিত। কারণ নোটিশে লেখা আছে টাকা না দিলে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না।

ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায় নিয়ে বেসরকারি কলেজ শাখার উপ-পরিচালক (কলেজ-২) মো. মেজবাহউদ্দিন সরকার জানান, কলেজের বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের হলেও এই পরীক্ষার ফি সংক্রান্ত বিষয় তদারকি করেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকারকে একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, গত ১৩ ডিসেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের কোনও শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বা পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।


/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি