X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
সুচিন্তা ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা

জঙ্গিবাদ ভ্রান্ত আদর্শ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:০৫







সুচিন্তা ফাউন্ডেশনের সেমিনার জঙ্গিবাদ ভ্রান্ত আদর্শ মন্তব্য করে সুচিন্তা ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা বলেছেন, জয় বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। কেউ বাধা দিতে পারবে না। এই উন্নয়নের পথ ধরেই আমরা এগিয়ে যাব। জয় বাংলার চেতনা এগিয়ে যাবে। গড়ে উঠবে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’। যেখানে থাকবে না ধর্মের নামে হানাহানি, থাকবে না জঙ্গি ও জঙ্গিবাদ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত জঙ্গিবাদবিরোধী এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন জব্বার হোসেন।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্যে সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক কানতারা খান বলেন, ‘‘বছরব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের মাঝে সচেতনতা গড়ে তোলার উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সিরিজ সেমিনারের আয়োজন করেছে সুচিন্তা ফাউন্ডেশন। ‘জঙ্গিবাদ’র বিরুদ্ধে ‘জঙ্গিবাদবিরোধী মতবাদ’ সৃষ্টি করাই এই সেমিনারের লক্ষ্য। সুচিন্তা তরুণদের এগিয়ে নিয়ে যেতে চায়। যে শক্তি ৫২-তে, ৭১-এ জাগিয়ে তুলেছিল, এগিয়ে নিয়েছিল দেশকে, সে চেতনাকে সামনে এগিয়ে দিতে চায়, চায় ছড়িয়ে দিতে নতুন প্রজন্মের মধ্যে।’’
ঢাকা মেট্টোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘সারা বিশ্বে জঙ্গিবাদ একটি আতঙ্কের নাম। ভ্রান্ত আদর্শের ওপর ভর করে তরুণ এবং তরুণীরাও জঙ্গি হয়ে ওঠে। আর এই আদর্শ ছড়িয়ে দিচ্ছে কতিপয় গোষ্ঠী, ধর্মের নামে তরুণ-তরুণীদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করছে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে সক্ষম হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়। কারণ জঙ্গিবাদ একটি মতবাদ, এই মতবাদকে রুখতে হলে বা কাউন্টার দিতে পাল্টা মতবাদ লাগবে। হতে হবে সচেতন।’
সম্প্রতি আমেরিকায় বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘হলি আর্টিজানে নিহত জঙ্গিদের একজন রোহান ইমতিয়াজ। একটি প্রগতিশীল পরিবারের ছেলে রোহান। তার বাবা একজন ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার, মা স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। একটি মাত্র বোন সেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। ধর্মের নামে আত্মঘাতি হয়ে যে তাণ্ডব সে রাতে চালিয়েছিল রোহান ইমতিয়াজ ও তার সহযোগী জঙ্গিরা। তখন সারা বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। এত বড় ভয়াবহ হামলা এর আগে আর বাংলাদেশে হয়নি। সম্ভামনাময় তরুণদের জীবন দিতে হলো।’
তিনি বলেন, ‘আমরা ধর্ম পালন করবো। কিন্তু যখনই ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি করতে দেখব, তখনই তার প্রতি লক্ষ্য রাখব এবং অন্যকে জানাবো। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ে উঠেছে তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে।’
বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘‘ফারসি শব্দ ‘জঙ্গ’ থেকে জঙ্গি শব্দের উৎপত্তি। যার অর্থ ‘লড়াই’। তারা শুধু লড়াই করে না, তারা নিজের জীবনকেও বিসর্জন করে অন্যকে হত্য করার জন্য।’’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের বিষয় না, এটা এখন বৈশ্বিক একটা আতঙ্কের নাম। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর ভূমিকা প্রশংসনীয়। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অসাধারণ দক্ষতায় বাংলাদেশে জঙ্গিদমন সম্ভব হয়েছে, কিন্তু নির্মূল হয়নি। সুচিন্তা ফাউন্ডেশনের এই উদ্যোগ জঙ্গিবাদ নির্মূলে বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।বাংলাদেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমরা জঙ্গিবাদের মত অপশক্তিকে দানা বাধঁতে দেব না।’ সংবাদ বিজ্ঞপ্তি

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!