X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাবির ২১তম আবর্তনের রজতজয়ন্তী শুক্রবার

জাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ২২:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:০৪

জাবির ২১তম আবর্তনের রজতজয়ন্তী শুক্রবার ‘তুখোড় প্রাণ মুখর আবার পঁচিশ বছর পরে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১তম আবর্তনের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। এতে ওই আবর্তনের বিভিন্ন বিভাগের ৪৮৬ জন সাবেক শিক্ষার্থী ছাড়াও এক হাজারের বেশি নিবন্ধনকারী মিলিত হবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এখন চলছে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি।
রজতজয়ন্তীর অন্যতম আয়োজক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাঈফ আহম্মেদ সাঈদ বলেন, ‘সকাল ১১টায় আনন্দ র‌্যালির মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসব শুরু হবে। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এর উদ্বোধন করবেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশ’র পাদদেশ থেকে শুরু হয়ে পুরাতন কলা ভবন হয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। এরপর রয়েছে ফটোসেশন। বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মধ্যাহ্নভোজে মিলিত হবেন অংশগ্রহণকারীরা। এরপর শিক্ষার্থীরা ‘নিজ নিজ হল নিজের মতো পরিদর্শন’ করবেন। বিকাল সাড়ে তিনটায় মুক্তমঞ্চে রয়েছে স্মৃতিচারণ পর্ব। সন্ধ্যায় একই স্থানে থাকছে ২১তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। রাতে মুক্তমঞ্চ মাতাবেন কন্ঠশিল্পী কণা।’
রজতজয়ন্তী উৎসবে আগতদের জন্য পরিবহণ সুবিধা থাকছে। সকাল সাড়ে ৭টায় রাজধানীর বঙ্গবাজার থেকে ক্যাম্পাসে একটি বাসের ব্যবস্থা রয়েছে। এছাড়া আব্দুল্লাহপুর-মিরপুর-কল্যাণপুর-ক্যাম্পাস রুটেও একটি বাস থাকছে।
রজতজয়ন্তী উৎসবের আহ্বায়ক সরকার ও রাজনীতি বিভাগের মীর মেহেদী হাসান টিটু বলেন, ‘১৯৯২ সালের ১৫ নভেম্বর ২১তম আবর্তন ক্যাম্পাসে প্রবেশ করে। এটিই বিশ্ববিদ্যালয়ের প্রথম সহস্র শিক্ষার্থীর আবর্তন। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিভারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১তম আবর্তনের বন্ধন সুদৃঢ় হবে।’
তিনি আরও বলেন, ‘রজতজয়ন্তীতে আমরা যে স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছি তাতে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন।’
এই আয়োজনের মূল স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে এসিআই, ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!