X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থা অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৪

মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তার অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী।

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি) ফুলেশ্বরী প্রিয়নন্দিনী বাংলা ট্রিবিউনকে বলেন, “মায়ের অবস্থার উন্নতি হয়নি। তিনি এখনও ‘আউট অব ডেঞ্জার’ হয়নি বলেই ডাক্তাররা তাকে আইসিইউতে রেখেছেন। আজ (শুক্রবার) সকালে তার প্রেসার অনেক হাই ছিল। এমনিতেই তো কিডনির সমস্যা আছে, তাই তার অবস্থা এখনও নিরাপদ মনে করছেন না ডাক্তাররা।’

তিনি বলেন, ‘যেহেতু মায়ের সমস্যা একটার সঙ্গে একটা রিলেটেড তাই চিকিৎসকরা তার ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করছে। তাকে আইসিইউতে রেখেছে এই কারণে যেন কোনও সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।’

মায়ের সঙ্গে বাইরের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘মায়ের কাছে আমি আর আমার ছোট ভাই শুধু খাইয়ে দেওয়ার জন্য যাই। সেটাও খুব অল্প সময়ের জন্য। অন্য ভাই-বোনদেরও মায়ের কাছে যেতে দেওয়া হয়নি।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার অবস্থা আগের মতোই তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার জন্য গত পরশু ৯ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাদের পরামর্শ অনুযায়ীই চিকিৎসা চলছে। তার জন্য সবাই দোয়া করবেন।’

নয় সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ডের প্রধান করা হয়েছে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে। এছাড়া বোর্ডে রয়েছেন কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম সেলিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. নকুল কুমার দত্ত, এনেথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাসনাত, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী এবং হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বাড়ির বাথরুমে পড়ে আঘাত পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। সে সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন প্রিয়ভাষিণী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের নানা সমস্যা ও জটিল বিভিন্ন রোগে ভুগছেন।
আরও পড়ুন: ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফেরদৌসী প্রিয়ভাষিণী

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি