X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ঘৃণাস্তম্ভ ‘রাজাকার’

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার’ নামের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ (ছবি: বাংলা ট্রিবিউন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে গড়া হয়েছে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এর উদ্বোধন হলো।

বিজয় নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে ঘৃণাস্তম্ভটি। উদ্বোধনের পর এর দিকে জুতা নিক্ষেপের পাশাপাশি দেওয়া হয় ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ স্লোগান। এখানে ঢাবি’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বেশ কয়েকজন ছিলেন।
ঘৃণাস্তম্ভ উদ্বোধনের আয়োজনে অংশ নিয়েছেন ঢাবি’র অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র দৌহিত্র নবাব আলী হাসান আসকারী, বিজয় সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ আজমী ও সাধারণ সম্পাদক তারেক রায়হান, ২০০৮ সালে জামায়াত-শিবিরের হাতে লাঞ্ছনার শিকার মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান, রাজনৈতিক কর্মী আবু ইউসুফ সুলতান প্রমুখ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার জন্য তারা আসতে পারেননি বলে জানান উদ্যোক্তারা।

২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে ঘৃণাস্তম্ভটি প্রথম নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের ছয়জন সেক্টর কমান্ডার ও ১৩ জন সাব-সেক্টর কমান্ডার এটি উদ্বোধন করেন। পরের বছর ঢাবি ছাত্রশিবিরের তৎকালীন কর্মীরা রাতের আঁধারে সেটি ভেঙে ফেলে। ২০১০ ও ২০১৩ সালে আরও দু’বার স্তম্ভটি পুনঃনির্মাণ করা হলেও দুর্বৃত্তরা সেগুলো ভেঙে দেয়।

বিজয় সংগঠনের সদস্য ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশে রাজাকাররা দেশের শত্রু। তাদের আমরা ঘৃণা করি। তাদের প্রতিরোধ করতে হলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই ঘৃণাস্তম্ভ সেই পদক্ষেপেরই অংশ।’

/জেএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন