X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাথাবিহীন দেহের পর সূত্রাপুরে পা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ২২:২০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ২২:২২

মাথাবিহীন দেহের পর সূত্রাপুরে পা উদ্ধার কল্যাণপুর থেকে মাথা ও পাবিহীন খণ্ডিত দেহ উদ্ধারের একদিন পর সূত্রাপুর থেকে কোমর থেকে পায়ের অংশ  উদ্ধার করা হয়েছে। তবে এখনও মাথা উদ্ধারের কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার রাজধানী সূত্রাপুরের লালকুঠি সাইকেল মাঠ-সংলগ্ন রাস্তার পাশ থেকে দু’টি ব্যাগ থেকে শরীরে এই খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আশরাফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

এর আগেরদিন (১৫ ডিসেম্বর) কল্যাণপুর গির্জার সামনের রাস্তা থেকে একটি ট্রাভেল ব্যাগ থেকে মাথা, হাত ও পা-বিহীন একটি খণ্ডিত বড়ি উদ্ধার করা হয়। পুলিশ খণ্ডিত দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আশরাফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে দু’টি ব্যাগে একটি বডির কোমর থেকে নিচের অংশ পাওয়া গেছে। সেগুলো উদ্ধারের পর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিডফোর্ড) মর্গে রাখা হয়েছে।’

আগের দিন কল্যাণপুরে উদ্ধার খণ্ডিত দেহের সঙ্গে আজ উদ্ধার হওয়া দেহের কোনও মিল আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাই যে ওই বডির অংশ, সেটা নিশ্চিত বলা যাবে না। তবে, ধারণা করছি, একই লোকের হতে পারে।’

উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির কিনা, তা জানতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন, দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান। তিনি বলেন, ‘উদ্ধার হওয়ার ব্যক্তির বয়স প্রায় চল্লিশ। বডি ও কোমর থেকে পা পর্যন্ত পাওয়া গেলেও এই খণ্ডিত দেহ একই ব্যক্তির কিনা, তা বলা মুশকিল। এজন্য ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ রিপোর্ট পাওয়া গেলে একই ব্যক্তি না আলাদা ব্যক্তি, তা জানা যাবে।’

এ হত্যাকাণ্ড ১৪ ডিসেম্বর দিবাগত রাতে সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন পুলিশের  কর্মকর্তারা। তবে এখনও মাথা ও হাত উদ্ধার হয়নি। এছাড়া  উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়া গেলে হত্যাকাণ্ডের মোটিভ বোঝা যাবে বলে ধারণা করছেন  পুলিশের কর্মকর্তারা।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!