X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুদকের শিক্ষা সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন মন্ত্রীকে উপস্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানিক টিম’ এর অনুসন্ধানী প্রতিবেদন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে উপস্থাপন করেছেন দুদক কর্মকর্তারা। রবিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে দুদক কর্মকর্তারা প্রতিবেদনের ৩৯টি সুপারিশ মন্ত্রী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন।

দুদক ও শিক্ষামন্ত্রী এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এগুলোর অধিকাংশ সুপারিশ আমাদের নজরে রয়েছে। দুদককে সঙ্গে নিয়ে এসব সমস্যা দূর করা হবে।’ কমিশনের মহাপরিচালক মো. আসাদুজ্জামান পূর্ণাঙ্গ রিপোর্টটি উপস্থাপন করেন।

এর আগে দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে দুদক শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে ‘শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানিক টিম’ গঠন করে। এই টিমের সদস্যরা ছয়মাস অনুসন্ধান চালিয়ে প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে প্রশ্নপত্র ফাঁস, নোট-গাইড, কোচিং বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি, নিয়োগ ও বদলিসহ বিভিন্ন প্রকারে দুর্নীতির উৎস এবং তা বন্ধের জন্য ৩৯টি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে ।

দুদক কর্মকর্তাদের সুপারিশ প্রতিবেদন উপস্থাপনের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের এই প্রতিবেদন সময়োপযোগী। আমরা খুশি কারণ এর অধিকাংশ সুপারিশই আমাদের নজরে রয়েছে। এই সমস্যগুলো আমরা দুর্নীতি দমন কমিশনকে সঙ্গে নিয়ে যৌথভাবে দূর করবো।’

তিনি বলেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা যারা সততা, নিষ্ঠা, ন্যায় এবং দেশপ্রেমে উজ্জীবিত থাকবে। মন্ত্রী বলেন, আমাদের সমাজে  রন্ধ্রে রন্ধ্রে অনৈতিকতা রয়েছে, পিতা যখন সন্তানের জন্য ফাঁস হওয়া প্রশ্ন সন্ধানে উদ্যোগী হন তা আমাদের অবশ্যই বিচলিত করে।
শিক্ষার মান নিয়ে মন্ত্রী বলেন,   শিক্ষিত জাতি গঠন করতে প্রথমত সব শিশুকে বিদ্যালয়ে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল,  আমরা সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছি । এখন দেশের প্রায় ৯৯.৪৭ ভাগ শিশু বিদ্যালয়ে নাম লেখাচ্ছে। তাছাড়া প্রশ্নপত্র প্রণয়ন, কোচিং বাণিজ্য বন্ধ, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মন্ত্রণালয়।
এসময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন বলেন, ‘দুদক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুসারে দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করছে। দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্যই কমিশন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে ‘শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানিক টিম’ গঠন করে। এই টিমের সদস্যদের সুপারিশসমূহ বাস্তবায়ন করলে অবশ্যই দুর্নীতিমুক্ত ও মানসম্মত নিশ্চিত করা পথ সুগম হতে পারে।’

প্রতিবেদন উপস্থাপনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য প্রমুখ।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!