X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবস্থার উন্নতি, কেবিনে নেওয়া হবে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৩১

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি) মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থার সামান্য উন্নতি হওয়ায় তাকে আগামীকাল সোমবার কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।
তিনি রবিবার (১৭ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণী মুখে খাবার খাচ্ছেন। তিনি পুরোপুরি সচেতন আছেন। ইউরিনারি আউটপুটও নর্মাল। সাধারণত তার ব্লাড প্রেসার বেশি থাকে। এখনও বেশি আছে। তাকে আগামীকাল কেবিনে শিফট করব।’
এদিকে, আইসিইউতে থাকার পরও আশেপাশের রোগীদের চেয়ে সচেতন থাকায় মায়ের সেখানে থাকতে কষ্ট হচ্ছে বলে জানান ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে তূর্য কাজী। তিনি বলেন, ‘আশেপাশের বেডের রোগীদের কারও কারও অবস্থা বেশ ক্রিটিক্যাল। সেই তুলনায় মায়ের অবস্থা ভালো। তার সেখানে থাকা বেশ কষ্টকর হচ্ছে।’
তিনি বলেন, ‘এমনিতেই মায়ের কিডনির সমস্যা আছে। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তবে, আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা যাবে। আইসিইউয়ের ডাক্তাররা আজ  (রবিবার) সকালে তিন ডিপার্টমেন্টের তিনজন ডাক্তারকে কল করেছে। তারা হলেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম সেলিম। মাকে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হবে কিনা তারা এলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’
তিনি এসময় ফেরদৌসী প্রিয়ভাষিণীর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের তার সঙ্গে দেখা করতে না এসে ফোনে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ জানান।
খ্যাতিমান এই ভাস্করের মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী বলেন, ‘মায়ের অবস্থা আগের মতোই। তাকে আমি আর ভাই খাবার খাইয়ে দিচ্ছি। তার হাইপ্রেসার আছে। ডাক্তাররা তার চিকিৎসার ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করছেন। আপনারা মায়ের জন্য দোয়া করবেন।’
বর্তমানে বিএসএমএমইউয়ের ৯ সদস্যের তৃতীয় মেডিক্যাল বোর্ড ফেরদৌসী প্রিয়ভাষিণীর বিষয়ে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে। এই বোর্ডের প্রধান হচ্ছেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
গত ৮ নভেম্বর বাড়ির বাথরুমে পড়ে আঘাত পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। সে সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীনে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন প্রিয়ভাষিণী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের নানা সমস্যা ও জটিল বিভিন্ন রোগে ভুগছেন। গত রবিবার তার পায়ের গোড়ালিতে অপারেশন হয়।
ফেরদৌসী প্রিয়ভাষিণী (৭০) মহান মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার হন। গত বছরের ১১ আগস্ট তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। সেসময় তিনিসহ ১২৩ জন নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান।
পেশাজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি তিনি ভাস্কর হিসেবেও বেশ জনপ্রিয়। তার প্রকৃতিনির্ভর বিভিন্ন শিল্পকর্ম শিল্পবোদ্ধাদের আকৃষ্ট করে। ঝরা পাতা, শুকনো ডাল, গাছের গুঁড়ি দিয়েই তিনি গৃহের নানা শিল্পকর্ম তৈরি করেন।
তিনি ২০১০ সালে স্বাধীনতা পদক পান। এছাড়া ‘হিরো বাই দ্যা রিডার ডাইজেস্ট ম্যাগাজিন, চাদেরনাথ পদক, অনন্য শীর্ষদশ পদক, রৌপ্য জয়ন্তী পুরস্কার, মানবাধিকার পুরস্কার পেয়েছেন।



 

 

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা