X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষকের বাসায় শিশুকে ১৭ দিন আটকে নির্যাতনের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বাসায় বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ১৭ দিন আটকে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বরারব ঘটনার বিচার চেয়ে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম। অভিযুক্ত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে।
উপাচার্যের কাছে সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের জমা দেওয়া অভিযোগপত্রের একটি কপি এসেছে বাংলা ট্রিবিউনের হাতে। এতে অভিযোগ করা হয়েছে, সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের বাসায় গত চার বছর ধরে ৯/১০ বছরের বয়সী রিমা নামের একটি মেয়ে বাস করে আসছিল। মেয়েটির খানিকটা বুদ্ধি প্রতিবন্ধী। মেয়েটির বাবা জমির হোসেন, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় কাঁচের কোল গ্রামে। জমির হোসেন দরিদ্র হওয়ায় মেয়েটিকে ওই শিক্ষকের বাসায় রেখেছিলেন। ওই বাসা থেকেই মেয়েটি গত ১৯ নভেম্বর হঠাৎ হারিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই (১৯ নভেম্বর) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২০০) করেন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম। এছাড়া, মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য তিনি মাইকিং, পোস্টারিং ও কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞপ্তিও দেন। কিন্তু ওই মেয়ের কোনও সন্ধান তিনি পাননি।
অভিযোগপত্রে বলা হয়, গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মাধ্যমে মনিরুল জানতে পারেন যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক আফজাল হোসেনের বাসায় আছে। এসময় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম রেজাউল করিমকে সঙ্গে নিয়ে তিনি মেয়েটিকে আনতে যান অধ্যাপক আফজালের বাসায়। কিন্তু ওই বাসায় গিয়ে বারবার কলিং বেল চাপলেও বাসার দরজা খোলেনি। অধ্যাপক আফজাল হোসেন ও তার স্ত্রী অসুস্থ ছিলেন বলে ওই সময় জানান তাদের বড় মেয়ে মিমি। তবে শেষ পর্যন্ত বাসায় ঢুকে ওই মেয়েকে নিয়ে আসতে সক্ষম হন মনিরুল ইসলাম।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, জোরপূর্বক মেয়েটির মাথা কামিয়ে দেওয়া হয় এবং ১৭ দিন ধরে তাকে তালাবদ্ধ করে রাখা হয়।
অভিযোগকারী শিক্ষক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি জায়গাতেই মাইকিং করেছি, পোস্টারিং করেছি। তবুও মেয়েটিকে খুঁজে পাইনি। তারা কি এর কিছুই দেখেননি বা শোনেননি? এ থেকেই তো স্পষ্ট বোঝা যায় যে মেয়েটি তারা জোরপূর্বক আটকে রেখেছিলেন।’
অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. আফজাল হোসেনের স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গাড়ির ড্রাইভার মেয়েটিকে গেট থেকে নিয়ে এসেছিল। মেয়েটি কোথায় থাকত, তা বলতে পারেনি আমাদের। তবে সে বলেছিল, তার বাড়ি কাঁচের খোল গ্রামে। আমার বাবার বাড়িও ওই গ্রামেই। তাই মেয়েটিকে আমাদের বাসাতেই রেখেছিলাম।’ মেয়েটি ঢাকায় কোথায় থাকত এবং তার গ্রামের বাড়ির ঠিকানার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।
মেয়েটির মাথা কামিয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে ড. আফজালের স্ত্রী বলেন, ‘মেয়েটির মাথায় উকুন হয়েছিল। এজন্য তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে।’ 
বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আফজালের স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনোধরনের বিজ্ঞপ্তি দেখিনি। আমরা ব্যস্ত ছিলাম। এতো খবর রাখার সময় নাই।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন