X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭

মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমন নিখোঁজের একদিন পর রবিবার মধ্যরাতে রাজধানীর শুক্রাবাদ এলাকার নির্মাণাধীন ভবন থেকে মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমনের লাশ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহত রফিকুল হাসান রিমনের লাশের সঙ্গে তার গলার চেইন এবং সঙ্গে থাকা তিনটি মোবাইল ফোন পাওয়া গেছে। পেশাদার ছিনতাইকারীদের কবলে পড়লে গলার চেইন এবং মোবাইল নিয়ে যেতো। এছাড়া তার হাতে এবং বুকে জখমের চি‎হ্ন দেখে মনে হয়েছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমরা সবগুলো বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করেছি। তার গলার চেইন ও সঙ্গে থাকা মোবাইল খোয়া যায়নি। পারিবারিক বা অন্য কোনও কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশের একটি সূত্র জানিয়েছে, উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ২ নম্বর বাসায় থাকতেন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তার দুই সন্তান সায়েন্সল্যাবরেটরি এলাকায় মায়ের কাছে থাকতো। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি স্ত্রীর বাসা থেকে সন্তানদের নিয়ে ঘুরতে বের হন। সারাদিন ঘোরাঘুরি করে রাতে সন্তানদের স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে উত্তরায় ফিরছিলেন। কিন্তু রাতে আর বাসায় ফেরেননি। এমনকি তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ১৭ ডিসেম্বর তার বাবা খলিল উল্লাহ নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ৯০১।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ‘রবিবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে শুক্রাবাবাদের ১৫ নম্বর কাঁচাবাজার এলাকার একটি নির্মাণধীন ভবনের বেজমেন্টে তার লাশ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শেরেবাংলানগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। যেহেতু এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি জিডি করা হয়েছিল তাই জিডিটি মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।’

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, ‘রফিকুল হাসান রিমনকে কারা, কেন হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। পুলিশ এ ঘটনায় গুরুত্ব দিয়ে কাজ করছে।’

আরও পড়ুন:
ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

/এনএল/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!