X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেরিন ইঞ্জিনিয়ার রিমন হত্যাকাণ্ডের নেপথ্যে কী?

নুরুজ্জামান লাবু
১৮ ডিসেম্বর ২০১৭, ২২:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৩১

মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমন নিখোঁজের একদিন পর রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে লাশ উদ্ধার হওয়া মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। আর তার পরিবারের সদস্যরা মনে করছেন, স্ত্রীর সঙ্গে ডিভোর্স সংক্রান্ত বিষয় বা ফ্ল্যাট সংক্রান্ত ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আর তার শ্বশুর বাড়ির লোকজন মনে করছেন, ‘মাদকাসক্ত’ রিমনের বন্ধু সম্পর্কিত কেউ তাকে হত্যা করতে পারে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা সবকিছু আমলে নিয়েই হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছেন। এ কারণে রিমনের স্ত্রী কানিজ ফাতেমা কাকলীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া রনি নামে রিমনের এক ভাগনেকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, রনির সঙ্গে রিমনের একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে ঝামেলা চলছিল।

রবিববার মধ্যরাতে শেরেবাংলানগর থানাধীন শুক্রাবাদ বাজার এলাকার ১৫ নম্বর নির্মাণাধীন একটি ভবনের গ্রাউন্ডফ্লোর থেকে রফিকুল হাসান রিমনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিবাগত রাতে নিউমার্কেট এলাকা থেকে উত্তরার বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা তাকে বার বার ফোন দিলেও অন্যপ্রান্ত থেকে কেউ ফোন রিসিভ করেনি। পরদিন এ সংক্রান্তে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯০১) করেন রিমনের বাবা খলিল উল্লাহ। সোমবার সেই জিডির ভিত্তিতে হত্যা মামলা করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, ‘রফিকুল হাসান রিমনকে কারা, কেন হত্যা করেছে, তার তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। রিমনের পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য কারণও পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।’

যেভাবে উদ্ধার করা হয় রিমনের লাশ

মামলার এজাহার ও নিহত মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমনের স্বজনরা জানিয়েছেন, প্রায় আট মাস ধরে স্ত্রী কানিজ ফাতেমা কাকলীর সঙ্গে বনাবনি হচ্ছিল না তার। প্রথম দিকে তাদের দুই সন্তান বাবার সঙ্গে উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ২ নম্বর বাসায় থাকতো। মাস খানেক আগে পারিবারিক সালিশি বৈঠকের পর দুই সন্তানকে মায়ের কাছে দিয়ে যান রিমন। এরপর গত ১৫ ডিসেম্বর তিনি দুই সন্তানকে স্ত্রীর কাছ থেকে নিজের কাছে নিয়ে যান। পরদিন ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বন্ধু রিপনের মাধ্যমে দুই সন্তানকে আবারও ৬৮ ল্যাবরেটরি রোডের বাসায় পাঠিয়ে দেন। সেখান থেকেই বাসায় ফিরছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা ও রিমনের স্বজনরা বলছেন, ১৬ ডিসেম্বর সর্বশেষ রাত ৯টা ১১ মিনিটে মামাতো বোন মিতুর সঙ্গে তার কথা হয়। এ সময় তিনি শুক্রাবাদের মেট্রোশপিং মলের সামনে অবস্থান করছেন বলে জানান। এরপর থেকেই তাকে ফোন করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি।

শুক্রাবাদের যেই নির্মাণাধীন ভবনের ভেতর থেকে রিমনের লাশ উদ্ধার করা হয়েছে, তার সামনের মুরগির দোকানদার সোহেল বলেন, ‘আমি নির্মাণধীন ওই ভবনের আন্ডার গ্রাউন্ডে মুরগির খাঁচা রাখি। রবিবার রাত ১১টার দিকে আন্ডারগ্রাউন্ডে মুরগির খাঁচা রাখতে গিয়ে একটি আই ফোন পড়ে থাকতে দেখি। সেটি তুলে নিয়ে আসার পর একটি ফোন আসে। অন্যপ্রান্ত থেকে এই ফোনের ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বলে আমাকে জানানো হয়। আমিও ফোনটি কুড়িয়ে পাওয়ার কথা বলি। তখন আমি তাদের আমার ঠিকানা দেই।’

সোহেল বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে ওই ফোন মালিকের স্বজনেরা তার কাছে গেলে তিনি তাদের নিয়ে ফোন কুড়িয়ে আনার জায়গাটি দেখান। এ সময় হঠাৎ ওপর দিকে তাকিয়ে একটি লাশ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে আন্ডার গ্রাউন্ডে নামার সিঁড়ির কাছে ময়লাস্তূপের কাছে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। রাতেই শেরেবাংলানগর থানা পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।’

১৫ নং শুক্রবাদে নির্মাণাধীন এই ভবন থেকে মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমনের লাশ উদ্ধার করা হয়

সোমবার সরেজমিন গিয়ে লাশ উদ্ধার হওয়া সেই ভবনটিতে দেখা যায়, বহুতল এই ভবনের নির্মাণকাজ বেশ কয়েকমাস ধরে বন্ধ রয়েছে। তবে ওই ভবনের দোতালায় একটি কক্ষে কয়েকজন অবস্থান করার চিহ্ন পাওয়া যায়। এমনকি রান্নাঘরে ভাত-তরকারিও পাওয়া যায়। ভবনটিতে কয়েকজন শ্রমিক থাকতেন বলে জানান স্থানীয় এক ব্যক্তি। আর ভবনটি তদারকির কাজে নিয়োজিত ছিলেন রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ। রফিকুল ইসলামের মেয়ে রূপা জানান, ‘বাবা ওই ভবনের সামনে তরকারি বিক্রি করতেন এবং ভবনটি দেখাশোনা করতেন। রাতে তারা হইচই শুনে বাবা ও অন্য প্রতিবেশীরা এসে লাশ উদ্ধারের কথা শোনেন।’  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে কেয়ারটেকার রফিকুল ইসলাম ও দুপুরে মুরগি বিক্রেতা সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার বলেন, ‘সন্ধ্যা নামলেই নির্মাণধীন ওই ভবনে ইয়াবা সেবনের আখড়া বসতো। স্থানীয় অনেক তরুণের ওই ভবনে নিয়মিত যাতায়াত ছিল।’

ছিনতাই নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড

লাশ উদ্ধারের পর ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারীরা রিমনকে ওই বাসায় নিয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রথম দিকে ধারণা করলেও পরে পুলিশ কর্মকর্তারা বুঝুতে পারেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ নিহত রিমানের লাশের সঙ্গে তার তিনটি মোবাইল, হাতের ঘড়ি, দুই হাজারের মতো টাকাসহ মানিব্যাগ এবং গলায় একটি স্বর্ণের চেইন ছিল। ছিনতাইকারী গ্রুপ ধরে নিয়ে গেলে তার স্বর্বস্ব নিয়ে যাওয়ার কথা।

পুলিশের একজন কর্মকর্তা ও একজন স্বজন জানান, ‘গত কয়েক বছর ধরে ইয়াবায় আসক্ত হয়ে পড়েছিলেন রিমন। এ কারণে মাদকাসক্ত কোনও গ্রুপের সঙ্গে ইয়াবা সেবন করতে গিয়ে কোনও ঝামেলার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই স্বজন জানান, ইয়াব আসক্ত হওয়ার কারণে তাকে মাস ছয়েক আগে একবার উত্তরার লাইট হাউস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তিও করা হয়েছিল।

নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

দুই পরিবারের পারস্পরিক দোষারোপ

হত্যার পর মেরিন ইঞ্জিনিয়ার রিমনের পরিবার ও শ্বশুরের পরিবার পরস্পরকে দোষারোপ করে আসছে। রিমনের বাবা খলিল উল্লাহ এজাহারে ফ্ল্যাট সংক্রান্ত ঝামেলার কথা উল্লেখ করলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে তার স্ত্রীর পরিবারের সদস্যরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন। রিমনের বাবা খলিল উল্লাহ বলেন, ‘ফ্ল্যাট নিয়ে ঝামেলার কারণেই তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। এছাড়া স্ত্রীর সঙ্গে ঝামেলাসহ অন্যান্য কারণ কী হতে পারে, তা পুলিশ খতিয়ে দেখুক। আমরা চাই, যেই হত্যাকারী হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হোক।’

এদিকে রিমনের শ্বশুর কামরুল ইসলাম বলেন, ‘আমার জামাই মাদকাসক্ত ছিল। এছাড়া তার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এসব কারণেই আমার মেয়ের সঙ্গে তার বনাবনি হচ্ছিল না। নিখোঁজ হওয়ার আগে যে মেয়েটির সঙ্গে তার কথা হয়েছে, তার সঙ্গে রিমনের বিয়ের কথা চলছিল। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা পুলিশই খতিয়ে বের করুক।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের