X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় ঢাবির নতুন দেয়াল লিখন

ঢাবি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫৪

আলোচনায় ঢাবির নতুন দেয়াল লিখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে হাঁটলে বিভিন্ন স্থানের দেয়ালে নানা রকমের দেয়াল লিখন দেখা যায়। কিন্তু সম্প্রতি নতুন দুটি দেয়াল লিখন খুবই আলোচিত।

সম্প্রতি ঢাবি’র কলা ভবনের ডিন অফিসের দেয়ালে লেখা হয়েছে ‘লাশটা এই ঠিকানায় পৌঁছে দিয়েন, ১০/ই/৩ মধুবাগ, অপেক্ষায় আছে মা’ এবং অন্য আরেক জায়গায় লেখা আছে ‘লাশের ভার বহন করতে পারবি তো?’। সম্প্রতি এসব  এ দেয়াল লিখনগুলো সমালোচিত হচ্ছে।

কিন্তু এখানে লেখা ঠিকানাটি কার? এ বিষয়ে প্রথমে কেউ নিশ্চতভাবে কিছু না বলতে পারলেও পরে জানা যায়, ঠিকানাটি ডাকসু আন্দোলনের জন্য টানা ১৪ দিন অনশনে থাকা ঢাবির সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফের।

আলোচনায় ঢাবির নতুন দেয়াল লিখন এ বিষয়ে ওয়ালিদ আশরাফ বলেন, ‘দেয়াল লিখনের ঠিকানাটি আমার বাসার ঠিকানা। যারা আমার সঙ্গে ডাকসু নির্বাচনে সম্মতি দিয়েছিলেন তারা এ দেয়াল লিখনগুলো লিখেছে।’

দেয়াল লিখনগুলো সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ধরনের লেখাগুলো দেখেই বুঝা যায়, বিশ্ববিদ্যালয়ে আমরা কতটুকু স্বাধীন। একটি ন্যায্য দাবির জন্য এইভাবে আন্দোলন করতে হয়, এটা খুবই দুঃখের বিষয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি চক্র বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার লক্ষ্যে এই ভাষায় দেয়াল লিখন লিখেছে। এটি বিশ্ববিদ্যালয়ের কোনও রাজনৈতিক সংগঠনের কাজ। তবে ডাকসু আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারাও হতে পারেন।

আরও পড়ুন:
ঢাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিগগিরই বহিষ্কার

/এসআইআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক