X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মন্ত্রীর আশ্বাসে সন্ধ্যায় অনশন ভাঙছেন শিক্ষকরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৬

শহীদ মিনারে শিক্ষকদের অনশন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসে অনশন ভঙ্গ করতে সম্মত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শরবত পান করিয়ে শিক্ষকদের অনশন ভঙ্গ করাবেন মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার।

গণশিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব ডাবলু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকাল সাড়ে তিনটার দিকে ৩৩, মিন্টো রোডের সরকারি বাসভবনে শিক্ষকদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। সেখানে তাদের দাবির বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। এসময় মন্ত্রী জানান, সন্ধ্যায় তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষক অনশন ভঙ্গ করাবেন।’

এর আগে শিক্ষক সমিতির একাংশের সভাপতি শাহিনুর আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে গেছেন।’

বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেড ((মূল বেতন ১০ হাজার ২০০ টাকা) পান। অন্যদিকে, প্রধান শিক্ষকরা পান ১০ম গ্রেড (মূল বেতন ১৬ হাজার টাকা)।আন্দোলনকারী শিক্ষকরা  তাদের বেতন গ্রেড প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে ১১তম গ্রেড (১২ হাজার ৫০০ টাকা) নির্ধারণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে এই অনশন কর্মসূচি পালিত হচ্ছে। এতে মহাজোটের অধীনে থাকা ১০টি সংগঠনের শিক্ষকরা অংশ নিচ্ছেন। বেতন বৈষম্য নিরসনের জন্য ২০১৪ সাল থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

 

 

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!