X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চার দেয়ালে বন্দি থাকবে থার্টি ফার্স্টের আনন্দ

রাফসান জানি
২৯ ডিসেম্বর ২০১৭, ২২:৫৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:৪০

চার দেয়ালে বন্দি থাকবে থার্টি ফার্স্টের আনন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিধি-নিষেধের কারণে ২০১৭ সালকে বিদায় এবং ২০১৮ সালকে স্বাগত জানাতে হবে অনেকটা ঘরে বসেই। নগরবাসীকে থাকতে হবে চার দেয়ালের মধ্যেই। খোলা জায়গায় থাকবে না কোনও উৎসব আয়োজন। সন্ধ্যা গড়ানোর পর থেকে চলাচলে থাকবে নিয়ন্ত্রণ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী, খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে কোনও উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনও সমাবেশ, গান-বাজনা করা, আতশবাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ৩১ ডিসেম্বর রাত ৮ টার মধ্যে গুলশান এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানরত বাইরের লোক এলাকা ছেড়ে চলে যাবে। আর স্থানীয়রা রাত ৮ টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশ করবেন। গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ও আমতলী ক্রসিং দিয়ে যেতে হবে। বের হতে যেকোনও পথ ব্যবহার করা যাবে।  রাত ৮ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনও গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না। পায়ে হেঁটে প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখাতে হবে।

গত ১৯ ডিসেম্বর ডিএমপি হেড কোয়ার্টার্সের নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘যদি কেউ চার দেয়ালের মধ্যে নববর্ষ উদযাপন করতে চান, তাতে কোনও বাধা নেই। তবে অনুষ্ঠানের আগেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় কেউ যদি অপ্রীতিকর কোনও কাজ করে, তাকে আইনের আওতায় আনা হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঢাকা শহরের সব বার বন্ধ থাকবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের এসব নির্দেশনার কারণে রাজধানীতে থার্টি ফার্স্ট  নাইটকে ঘিরে ঘরে-বাইরে বড় কোনও আয়োজন থাকবে না। তবে ব্যক্তিগত উদ্যোগে ও অভিজাত হোটেলগুলো আয়োজন করা হয়েছে নানা আয়োজন।

ব্যক্তিপর্যায়ে আয়োজনগুলো সাধারণত বাসার ভেতর বা ছাদে আয়োজন করা হবে। এসব আয়োজনে থাকবে বারবিকিউ পার্টি, লাউড স্পিকারে গানের পাশাপাশি আতশবাজির ঝলকানি।

বেসকরকারি ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার রাগিব বলেন, ‘আমরা বন্ধুরা মিলে বাসায় ছোট আয়োজন করেছি। বন্ধুরা একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবো। প্ল্যান ছিল বাইরে কোনও আয়োজন হলে সেখানে অংশ নেব। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় পাবলিক কোনও অনুষ্ঠান হচ্ছে না। তাই বাধ্য হয়ে বাসার চার দেয়ালেই আনন্দটুকু সীমাবদ্ধ রাখতে হচ্ছে।’

পুরান ঢাকার ব্যবসায়ী রিগান আহমেদ বলেন, ‘আমরা প্রতিবছরই থার্টি ফার্স্ট  নাইটে বন্ধুদের সঙ্গে নিয়ে আনন্দ করে থাকি। এবার বন্ধুর বাসার ছাদে আয়োজন করা হয়েছে। সেখানে ১২টার সময় আতশবাজি ফোটানো হবে, লাউড স্পিকারের গানের সঙ্গে নাচ হবে।’

তবে থার্টি ফাস্টে হইচই প্রতিরোধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলশান এলাকায়  বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত ২৫ ডিসেম্বর পুলিশ কনভেনশন হলে ‘ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘থার্টি ফার্স্ট  নাইটের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে। যেন কোনও ধরনের নাশকতা না হয়, সেজন্য সতর্ক থাকবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।’

উন্মুক্ত স্থানে  থার্টি ফার্স্ট  নাইট উদযাপন করতে না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের নিরাপত্তার কথা চিন্তা করি, দেশের নাগরিকদের জানমালের কথা চিন্তা করি। সেজন্যই আমরা এসব বিধি-নিষেধ আরোপ করি।’

এদিকে, থানা ও রিজার্ভ পুলিশের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও নিরাপত্তায় সজাগ অবস্থানে থাকবেন। থার্টি ফার্স্ট কে ঘিরে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে র‌্যাব। এই প্রসঙ্গে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটবে, সে ব্যাপারে র‌্যাব সতর্ক অবস্থানে থাকবে। ইতোমধ্যে রাজধানী অনুষ্ঠানের ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, সেটা মনিটরিং করা হবে। থার্টি ফার্স্ট  নাইট উপলক্ষে গুলশান-বনানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণে অবৈধ মাদক উদ্ধার করা হচ্ছে। বাইরে চেকপোস্ট থাকবে, ডগ স্কোয়াড থাকবে।’ 

এছাড়া থার্টি ফার্স্ট  ঘিরে সার্বিক নিরাপত্তা নিয়ে শনিবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।  

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা