X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চাকরি দেওয়ার নামে প্রতারণা, পিএসসির সাবেক কর্মচারীসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩

আটক তিন জন

চাকরি দেওয়ার নামে রাজধানীতে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক তিন জনের মধ্যে মো. সুলতান মাহমুদ (৪৫) নামে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক এক কর্মচারী রয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) র‌্যাব-৩ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. সুলতান মাহমুদ ছাড়া আটক বাকি দুই জন হলেন– মো. মাহমুদুল হাসান (৩২) ও সইফুর আলম (৩৯)। ২০১০ সালে সুলতান মাহমুদ দুর্নীতির অভিযোগে চাকরি হারান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের ৫ম তলা থেকে মো. মাহমুদুল হাসান এবং পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুর আলম ও মো. সুলতান মাহমুদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৫৫টি চেক, ৫টি চাকরির নিয়োগপত্র, দুইশ’ পাতা জীবনবৃত্তান্ত (বায়োডাটা) এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার আবদুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চক্রটি নিয়োগ পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার মাধ্যমে চাকরির শতভাগ নিশ্চয়তা দিয়ে বেকারদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। এ চক্রের মূল হোতা সুলতান মাহমুদ। সে পিএসসির এক সদস্যের পারসোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) ছিল। সুলতান মাহমুদ মূলত এই চক্র গড়ে তোলে। অন্যরা তাকে সহযোগিতা করত।’

মো. মোস্তাফিজুর রহমান নামের একজন ভুক্তভোগীর প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগস্ট মাহমুদুল হাসানের সঙ্গে পরিচয় হয় চাকরি প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের। ওই দিন মোস্তাফিজুরকে মার্কেন্টাইল ব্যাংকে অফিসার পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় মাহমুদুল হাসান। তবে তার জন্য ২ লাখ টাকা দিতে হবে বলে সে মোস্তাফিজুরকে শর্ত দেয়। পরবর্তী সময়ে মোস্তাফিজ মাহমুদুল হাসানকে ২ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না হওয়ায় মোস্তাফিজুর রহমান মাহমুদুল হাসানের কাছে টাকা ফেরত চান। মাহমুদুল হাসান টালবাহানা শুরু করে। টাকার জন্য চাপ দিলে মাহমুদুল হাসান কিছু দিন আগে মোস্তাফিজকে প্রাইম ব্যাংকের একলাখ টাকার একটি চেক দেয়। সর্বশেষ ২৮ ডিসেম্বর মোস্তাফিজকে বাকি টাকা দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসানের। কথামতো মোস্তাফিজুর রহমান ওই দিন বিকাল ৪টায় কাওরান বাজারের জনতা টাওয়ারের ৫ম তলায় আসেন। তখন মাহমুদুল হাসান ও তার সহযোগীরা বিসিএস পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে চার লাখ টাকা দিলে পরীক্ষার আগে ৩৮তম বিসিএসের প্রশ্ন সরবরাহের প্রলোভন দেখায়। মোস্তাফিজ এ তথ্য র‌্যাবকে জানান। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে র‌্যাব ওই তিন জনকে আটক করে।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা