X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি স্থগিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬

শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন (ফাইল ছবি: ফোকাস বাংলা)

সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মবিরতি কার্যক্রম স্থগিত করে কর্মস্থলে যোগদান করছেন বলে দাবি করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল করীম।

সোমবার (১ জানুয়ারি) সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে স্বাস্থ্য সহকারীদের একটি কর্মসূচি ছিল। সেখানে তাদের টেকনিক্যাল স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবি ছিল। স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে যাওয়ার পর সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে জানিয়েছেন যে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারাদেশের সব স্বাস্থ্য সহকারীদের তাদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন করতে কিছুটা  সময় লাগবে। সেই সময়ের মধ্যে কেউ যদি কাজ বন্ধ রাখে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জে কয়েকজন স্বাস্থ্য সহকারী ইতোমধ্যে কাজে যোগদান করেছেন, তবে কিছু স্বাস্থ্য সহকারী এখনও আন্দোলন করছেন। তাদেরও কর্মস্থলে যেতে বলা হয়েছে। এছাড়া নবাবগঞ্জে স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মস্থলে যোগদান করেছেন।’

শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন (ফাইল ছবি: ফোকাস বাংলা)

সিভিল সার্জন ডা. মো. এহসানুল করীম আরও বলেন, ‘আমরা চাই একটি শিশুও যেন টিকা নেওয়া থেকে বাদ না পড়ে। অবিলম্বে সবাইকে কাজে যোগদান করে টিকা কার্যক্রম চালাতে বলা হয়েছে। সবাই কাজে যোগদান করেছে কিনা এবং সকল শিশু টিকা নিতে পেরেছে কিনা এ তথ্য বিকাল নাগাদ জানা যাবে।’

উল্লেখ্য, টেকনিক্যাল স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবিতে শনিবার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিল স্বাস্থ্য সহকারীরা। ফলে তখন বিভিন্ন জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

 

 

/টিএনওয়াই/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী