X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয় দিনের অনশনে অসুস্থ শিক্ষকরা, আশ্বাস মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ২০:২২আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২০:২৬

টানা দ্বিতীয় দিনের অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে থাকা শিক্ষকদের ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস পাওয়া যায় নি। এদিকে অনশনকারীদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিমের ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের পরিচালক বরাবর আবেদন করলেও সাড়া মেলেনি। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘অনশনের কারণে আমাদের ১২জন শিক্ষক অসুস্থ হয়ে পড়লে আমরা তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। সেখান থেকে কয়েকজন শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসেন, আর কয়েকজন ভর্তি হয়েছেন। আমরা এখন নিজেদের উদ্যোগেই অসুস্থদের স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেছি।’ 

সোমবার দুপুরে অনশনরত কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, আমরণ অনশনের দ্বিতীয় দিন সকালে ১২ জন শিক্ষক অসুস্থ হয়ে গেলে তাদের ডিএমসি’তে নিয়ে যাওয়া হয়। ডিএমসি’র জরুরি বিভাগের ডাক্তাররা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তাদের মধ্যে থেকে চার জন প্রেসক্লাব এলাকায় ফেরত চলে আসেন।

টানা দ্বিতীয় দিনের অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

হাসপাতাল থেকে ফিরে এসে পাবনার খতিব আব্দুল জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো নান্নু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে শরীর দুর্বল হয়ে পড়ে। এমনিতে আমার ডায়বেটিস আছে। ডাক্তার আমাকে বলেছেন এই অবস্থায় অনশন না করতে । কিন্তু আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে অনশন করতে চাই না। আমার মতো আরও শিক্ষক আছেন। আমরা সবাই মরলে এক জায়গায় মরবো। এখানেই মরবো।’ 


নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, ‘রবিবার বিকালে একটি মেডিক্যাল টিমের জন্য অনুরোধ করে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিএমসি’র পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করা হয়। কিন্তু স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক বলছেন তিনি অক্ষম। এখানে কিছু করার নেই।’

অসুস্থ শিক্ষকদের জন্য অ্যাম্বুলেন্স

এ  ব্যাপারে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন বলে জানান। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের অফিসের নম্বরে যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি। 

উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। আমরণ অনশন, অবস্থান ধর্মঘট, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি দিয়েছেন তারপরও (২০১৬-১৭) এবং (২০১৭-১৮) অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দ রাখা হয়নি। তাই ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা আবারও অবস্থান নিয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে ৩১ ডিসেম্বরে থেকে আমরণ অনশন ধর্মঘট পালন করছেন তারা। 

 

/এসও/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!