X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাবি ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি নিয়ে তোলপাড়

ঢাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২৩:৫৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:০৯

হাসিবুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ বলছে, এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। তবে ছবিটি সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনা করা বলে ইয়াবা সেবনের বিষয়টি অস্বীকার করেছেন তুষার।
তুষার বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১২১ নম্বর কক্ষে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হলের একটি রুমে লাল রঙের পাঞ্জাবি পরিহিত অবস্থায় ইয়াবা সেবন করছেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটা ভালো করে দেখলে বোঝা যাবে, এটা সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনা করা একটি ছবি। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর এডিট কিভাবে করা হয়েছে!’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো। মাদকের সঙ্গে যুক্ত কাউকে ছাত্রলীগ করতে দেওয়া হবে না।’ প্রশাসনের সঙ্গে কথা বলে এমন মাদক সেবনকারী কেউ যেন হলে থাকতে না পারে, তার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘অভিযোগ তদন্ত করে দেখা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধক্ষ্য অধ্যাপক নিজামুল হক ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীও বলেন, অভিযোগের সত্যতা মিললে তুষারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে তুষারের বিরুদ্ধে এক কেন্দ্রীয় নেতার কক্ষের দরজা ভেঙে তাকে মারধরের অভিযোগও উঠেছিল।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি