X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তীব্র ঠাণ্ডায় অসুস্থ ৯ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১২:১৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:০১

অসুস্থ এক ইবতেদায়ি শিক্ষককে হাসপাতালে নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘটের নবম দিন পর্যন্ত ৯ জন শিক্ষক ঠাণ্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ছেন। এদের বেশিরভাগই ঠাণ্ডা-জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের শিক্ষকরা ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন। কেউ কেউ তীব্র ঠাণ্ডা থেকে নিউমোনিয়াতেও আক্রান্ত হচ্ছেন। আমরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’
অসুস্থ শিক্ষকরা হলেন— রংপুরের পীরগঞ্জের হারুনুর রশিদ, সিরাজগঞ্জের বেলকুচির মো রুহুল আমীন, লক্ষীপুরের হবিগঞ্জের আব্দুর রহিম, ময়মনসিংহের বেল্লাল হোসেন, জামালপুরের আসমা, পটুয়াখালীর আল আমিন, ঝিনাইদহের নাছরিন, রংপুরের পীরগঞ্জের শামছুল এবং গাইবান্ধার রইচ উদ্দিন।
উল্লেখ্য, জাতীয়করণের দাবিতে গত ১০ নভেম্বর প্রেসক্লাবে মানববন্ধন করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে ৩১ ডিসেম্বর জাতীয়করণের ঘোষণার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর পর্যন্ত জাতীয়করণের সিদ্ধান্ত না নেওয়ায় ১ জানুয়ারি থেকে তারা অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এদিকে, গতকাল সোমবারের (৮ জানুয়ারি) মধ্যে দাবি আদায় না হলে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতাদের।
অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইবতেদায়ি মাদ্রাসার সব কার্যক্রম প্রাথমিক বিদ্যালয়ের মতো। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন-ভাতা পেলেও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তেমন কিছুই পান না। ফলে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা অমানবিকতার শিকার। দ্রুত এই অবস্থার পরিবর্তন চান ইবতেদায়ি শিক্ষকরা।

/এসও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!