X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাউশি’র ৫৪ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করলেন নতুন ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ২০:০১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:২০

মাউশি’র ৫৪ কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করলেন নতুন ডিজি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ওয়াহিদুজ্জামানের অবসরে যাওয়ার তিন দিন আগে ৫৪ কর্মকর্তার বদলির আদেশে স্বাক্ষর করেন। তার এই সিদ্ধান্ত স্থগিত করেছেন মাউশি’র নতুন ডিজি অধ্যাপক ড. মাহবুবুর রহমান। মঙ্গলবার (৯ জানুয়ারি) এ সিদ্ধান্ত দেন তিনি।
মাউশি সূত্রে জানা যায়, সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ওয়াহিদুজ্জামানের শেষ কর্মদিবস ছিল ৭ জানুয়ারি। এর মাত্র তিন দিন আগে ৪ জানুয়ারি ৫৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেন তিনি। এছাড়া নিজের শেষ কর্মমাসে দুই শতাধিক বদলির আদেশেও স্বাক্ষর করেন সাবেক ডিজি। তবে শেষ সপ্তাহে তার দেওয়া ৫৪ কর্মকর্তাকে বদলির আদেশটি নিয়ে পুরো মাউশি ও শিক্ষা পরিবার জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। 
নিয়ম অনুযায়ী, যে কোনও দফতর প্রধান তার শেষ কার্যদিবসে বদলির কোনও ফাইলে স্বাক্ষর করতে পারেন না। বিষয়টি জেনে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সাবেক ডিজির স্বাক্ষরিত সব বদলির আদেশ স্থগিত করে দিয়েছেন মাউশি’র নতুন মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বদলি স্থগিতের সত্যতা নিশ্চিত করেন।
মাউশির নতুন ডিজি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান অবসরে যাওয়ার আগের কয়েকদিন কিছু বদলির আদেশ দেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচনাও হয়েছে। তাই গত ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত তার স্বাক্ষরিত সব বদলি আপাতত স্থগিত করা হয়েছে। এসব বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

 

/আরএআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা