X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘বিএসএমএমইউ হবে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিষয়ক গবেষণার প্রাণকেন্দ্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ২৩:১৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২৩:৩২

বিএসএমএমইউকে সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ছবি: বিএসএমএমই’র সৌজন্যে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হবে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণার প্রাণকেন্দ্র।  বিএসএমএমইউকে সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রী এ প্রকল্পের আওতাধীন হোটেল শেরাটনের বিপরীতে মিন্টো রোডে অবস্থিত আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন। এসময় মন্ত্রীকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মেডিক্যাল কনভেনশন সেন্টারের বিষয়ে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. আবু নাসার রিজভী।

মোহাম্মদ নাসিম যথাসময়ে আন্তর্জাতিক মানের মেডিক্যাল কনভেনশন সেন্টার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আশা করি, আগামী তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিক্যাল কনভেনশন সেন্টারটির শুভ উদ্বোধন করবেন। এ ধরনের একটি মেডিক্যাল কনভেনশন সেন্টারের খুবই প্রয়োজন ছিল। বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে যোগ দিতে প্রতিনিয়ত বিদেশিরা আসছেন। তাদের জন্যও এটা কাজে লাগবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বিএসএমএমইউকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কোরিয়ান সরকারের অর্থায়নে বাস্তবায়ন হতে যাচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড সুপার সেম্পশালাইজড হসপিটাল। এর লক্ষ্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে উন্নীত করার সঙ্গে স্বাস্থ্যবিষয়ক গবেষণার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করা।’

সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্প ২০১০ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছে ও ডিসেম্বর ২০১৭ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়েই এ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় হয়েছে প্রায় ৫২৬ কোটি (৫শ’ ২৫ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা) টাকা। এরমধ্যে গত বছর অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যেই প্রায় ২০ লাখ টাকা সাশ্রয় সাপেক্ষে এ প্রকল্পের কাজ শেষ হয়েছে।

এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে কেবিন ব্লকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, পাঁচতলা পর্যন্ত দু’টি সর্বাধুনিক বহির্বিভাগ নির্মাণ, ৫তলা বিশিষ্ট ডক্টরস ডরমেটরি নির্মাণ,  সর্বাধুনিক মেডিক্যাল কনভেনশন সেন্টার এবং পাঁচতলা বিশিষ্ট অনকোলজি ভবন নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। শুধু বর্জ্য অপসারণ প্লান্ট- এর কার্যক্রম চলমান রয়েছে, এ কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে।


স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

/টিওয়াই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫