X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ০৭:২০আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ০৯:২৭

পশ্চিম নাখাল পাড়ায় র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান (ছবি-সংগৃহীত) রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে নামে পুলিশের এলিট এই বাহিনী। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একটি সূত্র জানায়, এতে ৩ জঙ্গি নিহত হয়েছে। তবে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি জানান, বাড়ির ভেতরে একাধিক জঙ্গির লাশ রয়েছে। তবে নিহতের সংখ্যা বিষয়ে তারা নিশ্চিত নন।

দূরের ওই সাদা বাড়িটি ঘিরে চলছে অভিযান (ছবি-সংগৃহীত) বাড়িটি ঘিরে এখনও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তবে বাড়িটিতে কতজন জঙ্গি অবস্থান করছে বা তাদের কাছে কী ধরনের অস্ত্র-বিস্ফোরক রয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। বাসাটি মেস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বাড়ি মালিকের নাম সাব্বির বলে জানা গেছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম নাখালপাড়ার ১৩/১ রুবী ভিলা নামের ছয় তলা ওই বাড়িটি ঘিরে ফেলেন র‌্যাব সদস্যরা। ওই বাড়ির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। 

/এনএল/এএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট