X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘গুলিতেই তিন জঙ্গির মৃত্যু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৮:২৯

ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অধ্যাপক এ এম সেলিম রেজা (ছবি- আমানুর রহমান রনি) গুলির আঘাতেই রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবী ভিলার তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক আ ম সেলিম রেজা। শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় তিন জঙ্গির ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
অধ্যাপক সেলিম রেজা বলেন, ‘আমরা তেজগাঁও থানা থেকে পাঠানো তিনটি লাশ পেয়েছি। তিন জনের শরীরেই বুলেটের চিহ্ন আছে। গুলিতেই তাদের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে, আমরা সেই আঘাতগুলো পেয়েছি। একজনের শরীরে একটি বুলেট পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের সামনে ও পেছনের দিকে এসব আঘাত রয়েছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত বোমা বিস্ফোরিত হলে শরীরে যে ধরনের আঘাত পাওয়া যায়, তাদের শরীরে সে ধরনের কোনও বিস্ফোরণের নমুনা পাওয়া যায়নি। তাদের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়নি।’
তিন জঙ্গির লাশ, শুক্রবারের তোলা ছবি ময়নাতদন্ত প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অধ্যাপক সেলিম রেজা বলেন, ‘বিষয়টি রাস্ট্রীয়ভাবে অত্যন্ত গোপনীয়। সব তথ্য জানানোর বিষয়ে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমি বিস্তারিত আমার প্রতিবেদনে লিখবো।’
এর আগে, শুক্রবার লাশ তিনটির সুরতহাল করে তেজগাঁও থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ তিনটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩টা ২৭ মিনিটে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা ময়নাতদন্ত শুরু করেন
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পশ্চিম নাখালপাড়ার ১৩/১ ঠিকানার রুবী ভিলায় অভিযান শুরু করে র‌্যাব। ওই বাড়ির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি রয়েছে- এমন খবরের ভিত্তিতে বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ভেতর থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়
ছয় তলা বাড়িটির মালিক সাব্বির রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহে। র‌্যাব জানিয়েছে, তিনি বিমান বাহিনীর ফ্লাইট অফিসার হিসেবে কাজ করতেন। তার বাড়ির পঞ্চম ও ষষ্ঠ তলা মেস হিসেবে ভাড়া দেওয়া ছিল। জানা গেছে, ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিল জঙ্গিরা। এর আগে, ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে আরও তিনবার অভিযান চালানো হয়েছিল ওই বাসায়। আগের অভিযানগুলোতে জামায়াত-শিবিরের বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
আরও পড়ুন-
রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত
‘অবৈধভাবে সীমান্তে গেলে বিএসএফ গুলি করে’

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা