X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ০২:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০২:২২

বাস চাপা রাজধানীর কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় শামীম হাওলাদার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পোনে সাতটার দিকে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম নির্মাণাধীন ভবনে শ্রমিক সরবরাহের কাজ করতেন।

শামীম হাওলাদারের মারা যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।  তিনি জানান,নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

শামীমের চাচা মোজাম্মেল জানান,এ ঘটনায় স্থানীয়রা রাইদা পরিবহনের যাত্রাবাহী ওই  বাসটি আটক করে পুলিশের কাছে দিয়েছে।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা পোনে সাতটার দিকে কুড়ি বিশ্বরোডে রাস্তা পারাপারের সময় রাইদা পরিবহনের একটি যাত্রাবাহী বাস শামীমকে ধাক্কা দেয়। স্বাধীন নামে এক পথচারী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া আটটায় শামীমকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে আমি ঢামেক হাসপাতালে ছুটে আসি।’

মোজাম্মেল জানান, নিহত শামীম হাওলাদার নির্মাণাধীন ভবনে শ্রমিক সাপ্লাইয়ের কাজ করতেন। তার পিতার নাম মজিদ হাওলাদার। গ্রামের বাড়ি  বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রবিপুর গ্রামে। ঢাকার কল্যাণপুরে থাকতেন তিনি।

 

/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!