X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫

পুনাক কমপ্লেক্স ভবনে উদ্বোধনে আইজিপিসহ অন্যরা পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। রবিবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর রমনায় নবনির্মিত পুনাক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশও এগিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে যেতে হবে।’ পুলিশ পরিবারের সদস্যদের জনকল্যাণমূলক ও সৃজনশীল কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘সমিতির সদস্যদের স্বাবলম্বী করা ছাড়াও শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে পুনাক উল্লেখযোগ্য অবদান রাখছে।’

এসময় পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান বলেন, ‘পুনাক কমপ্লেক্স ভবন নির্মাণ পুনাকের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’ পুনাককে দেশের নারী সমাজের জন্য একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, নবনির্মিত ১০তলা পুনাক কমপ্লেক্স ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন তিন হাজার বর্গফুট। ভবনের নিচ তলায় থাকবে দোকান ও শোরুম, দ্বিতীয় তলায় অফিস, তৃতীয় তলায় কনফারেন্স ও রেস্টরুম এবং চতুর্থ তলায় ট্রেনিং সেন্টার। অন্যান্য তলায় ডরমেটরি নির্মাণ করা হবে।       

পুনাক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। পুনাকের রয়েছে নিজস্ব ব্লক ও বাটিকের কাজ, দুটি শোরুম, কম্পিউটার ট্রেনিং সেন্টার, কোরআন শিক্ষার স্কুল এবং চিত্রাঙ্কন, নাচ, গান ও বয়স্ক শিক্ষার স্কুল। এসব প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী