X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘মামলার শুনানির সময় পুরানা পল্টনের মতো বক্তব্য দিলে হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ২০:০১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২১:৩৯

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠান মামলার শুনানির সময় পুরানা পল্টনের মতো বক্তব্য দিলে হবে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘মামলার শুনানিকালে পুরানা পল্টনের মতো বক্তব্য দিলে হবে না। আইনের কথা বলতে হবে। দক্ষ আইনজীবী না হলে বিচার বিভাগ দক্ষ হয় না। আর দক্ষ ও উপযুক্ত বিচারক না হলে ঠিক ও ভালো রায় বের হবে না।’ 

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনকালে প্রধান বিচারপতি উপস্থিত আইনজীবীদের উদ্দেশে এ পরামর্শ দেন। সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে প্রতি বছরের মতো এবারও বইমেলার আয়োজন করেছে সমিতি। এবারের বইমেলায় ৪২টি স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে আইনজীবীরাই ১৯টি স্টল দিয়েছেন। 

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘বই না পড়ে আইন পেশায় উন্নতি করা যাবে না। টাকার পেছনে ছুটলে হবে না। বই কিনুন। বই পড়ুন। জ্ঞান অর্জন করুন। টাকা আপনার কাছে এসে ধরা দেবে।’ 

তিনি বলেন, ‘কথায় আছে, যতই পড়িবে, ততই শিখিবে। আর যতই শিখিবে, ততই আয় করিবে। কিন্তু শিখিবে না, আয়ও হইবে না।’ 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দায়িত্বরত প্রধান বিচারপতি ছাড়াও আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। এসময় হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি এএনএম বশিরউল্লাহ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী; সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বর্তমান সহসভাপতি অ্যাডভোকেট মো. অজিউল্লাহসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!