X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এবার আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৫:০৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৪৩

এবার আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি আদায় না হওয়ায় এবার আমরণ অনশনের ঘোষণা দিলেন আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ আমরণ অনশন শুরু করেন। গত ১০ জানুয়ারি থেকে একই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও মডেল স্কুলের সহকারী শিক্ষক মতিউর রহমান দুলাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের আমরণ অনশন শুরু হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন করে যাবো। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবেন এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেবেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের বেতন বৈষম্য এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি আদায়ে আমরা অনশন চালিয়ে যাবো।’

এবার আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম) , জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন মিলে গঠন করা হয়েছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। শিক্ষকদের দাবি গত ৫০ বছর ধরে জাতীয়করণের বিষয়টি ঝুলে আছে। শিক্ষার মান উন্নয়নে জাতীয়করণের বিকল্প নেই। শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে তাদের বসতে দেওয়া হয়নি। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন তারা।

লিয়াজোঁ ফোরামের যুগ্ম মহাসচিব বাংলা ট্রিবিউনকে জানান, শিক্ষা ব্যবস্থায় দুই নীতি থাকা জরুরি নয়। এটাকে জাতীয়করণ করতেই হবে। না হলে শিক্ষার মান এবং পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না।

বেতন ভাতা, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, ঈদ বোনাস নিয়ে চরম বৈষম্যের শিকার বলে দাবি করেন শিক্ষকরা। তাদের এই অবস্থা দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও পড়ুন:
বৈধতা পাচ্ছে উবার-পাঠাও, নীতিমালার খসড়ায় অনুমোদন

/এসও/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া