X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাত কলেজ অধিভুক্তি বাতিল দাবির আন্দোলনে ছাত্রলীগের বাধা

ঢাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপাচার্যের কার্যালয়ের সামনে ঘিরে ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এসময় ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য  করে। এছাড়াও একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদকর্মীকেও লাঞ্ছিত করেছে বলেও  অভিযোগ শিক্ষার্থীদের।  সোমবার সকাল থেকে বিক্ষোভের পর বিকাল চারটার দিকে উপাচার্য কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে গত কয়েকদিন ধরে সরকারি সাত কলেজকে ঢাবি’র অধিভুক্তি থেকে বাতিলের জন্য বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল সাতটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান নেন।  পরে রাজু ভাস্কর্যের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তাদের হাতে ‘বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত’; ‘দাবি মোদের একটাই, ঢাবির কোনও শাখা নাই’; ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’; ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’লেখাসহ নানা ধরনের প্ল্যাকার্ড ছিল।  টানা ৮ ঘণ্টা বিক্ষোভের পর  উপাচার্যের কার্যালয়ের সামনে এসে বিকাল ৩ টায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের কার্যালয়ের সামনে  অনশনের ঘোষণা দিয়ে সেখানেই  বসে পড়েন কিছু ছাত্রী। এ সময় তারা স্লোগানও দিতে থাকেন। এক পর্যায়ে  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন হলের ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে অনশনে বসে থাকা শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে ধরেন। তারা  শিক্ষার্থীদের  অনশন থেকে  চলে যেতে বলেন। এসময়  ছাত্রীদের নানা ধরনের অশ্লীল মন্তব্য করে উত্ত্যক্ত করতে থাকেন তাদের কেউ কেউ। আর ছাত্রলীগের নারীনেত্রীরা ছাত্রীদেরকে তুলে দিতে থাকেন।  তাদের ভয় ভীতিও  দেখান। এ সময় এ ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সংবাদকর্মীর মোবাইল কেড়ে নেয় ছাত্রলীগের মোজাম্মেল হক নামের এক কর্মী ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ৪র্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আন্দোলন সুষ্ঠুভাবে চলছে ৷ বিকালের দিকে আমরা যখন ভিসি স্যারের কার্যালয়ে সামনে যাই তখন কিছু ছাত্রী অনশন করার কথা বলে সেখানে বসে পড়ে। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের চারপাশ ঘেরাও করে দাঁড়িয়ে যায়।’

আরেক শিক্ষার্থী আহমেদ মুনীর তাঈফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনশন করার কথা বললে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বাধা দেয় এবং মেয়েদেরকে বিভিন্নভাবে টিজিং করতে থাকে।’

এসময় ভিডিও ধারণ করার সময় ছাত্রলীগের এক কর্মী মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ে কর্মরত একটি অনলাইন পোর্টালের সাংবাদিক মামুন তুষারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এ বিষয়ে মামুন তুষার বলেন,‘আন্দোলনকারী মেয়েদেরকে ছাত্রলীগের কর্মীরা সরিয়ে দেওয়ার ঘটনার ভিডিও করলে মোজাম্মেল হক নামের এক ছাত্রলীগ কর্মী আমার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় ৷ তারপর ছাত্রলীগের এক নেত্রী আমাকে ধাক্কা মারলে আমি পেছনে পড়ে যাই।’

এ অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে মোজাম্মেল হককে পাওয়া যায়নি। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। অভিযুক্তদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে উদ্দেশে তিনি আরও বলেন,‘কাউকে আন্দোলনের নামে ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

/আরএআর/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৩৯
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৩৯
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি