X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারী পোশাক শ্রমিকদের ৫৩ শতাংশ স্বামীর নির্যাতনের শিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ০২:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০২:৫৬

আইসিসিডিডিআরবি’তে গবেষণা প্রতিবেদন উপসন্থাপন করা হচ্ছে দেশের নারী পোশাক শ্রমিকের অর্ধেকেরও বেশি স্বামীর নির্যাতনের শিকার। এদের মধ্যে ৪০ শতাংশ বিষন্নতায় আক্রান্ত। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সোমবার (১৫ জানুয়ারি) আইসিডিডিআরবি’র নিজস্ব কার্যালয়ে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় বলা হয়, নারী পোশাক শ্রমিকদের ৫৩ শতাংশ স্বামীর নির্যাতনের শিকার। এর মধ্যে নারী শ্রমিকের সঞ্চয় ৫০ হাজার টাকার বেশি হলে স্বামীর দ্বারা নির্যাতনের ঝুঁকি বহু গুণে বেড়ে যায়। এক্ষেত্রে শারীরিক নির্যাতনের ঝুঁকি ৩ গুণ এবং যৌন ও অর্থনৈতিক নির্যাতনের ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যায়।
নারী পোশাক শ্রমিকদের ওপর স্বামীর দ্বারা নির্যাতন এবং কর্মক্ষেত্রে অনভিপ্রেত অভিজ্ঞতা কমাতে ‘মেজারিং দ্য ইফেক্ট অব হাররেসপেক্ট: এন ইন্টারভেনশন অ্যাড্রেসিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট ফিমেল গার্মেন্টস ওয়ার্কার্স ইন ফোর ফ্যাক্টরিস অব বাংলাদেশ’ নামের একটি প্রকল্প কার্যকর হবে কিনা, তা মূল্যায়ন করার জন্য এই জরিপ চালানো হয়। রাজধানীর চারটি পোশাক কারখানার আটশ শ্রমিকের ওপর পরিচালনা করা হয় জরিপটি।
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন আইসিডিডিআরবি’র জ্যেষ্ঠ গবেষক রুচিরা তাবাসসুম নভেদ এবং সহকারী বিজ্ঞানী কাউসার পারভিন।
ড. রুচিরা তাবাসসুম বলেন, ‘প্রায় ৪০ শতাংশ নারী পোষাক শ্রমিকের মধ্যে বিষন্নতার উপসর্গ রয়েছে। স্বামীর দ্বারা নির্যাতনের ঘটনা কাজের চাপ বাড়ায় এবং তা কর্মক্ষেত্রে অনভিপ্রেত অভিজ্ঞতার জন্ম দেয়। এই নির্যাতন নারী শ্রমিকের সাধারণ স্বাস্থ্য, আত্মসম্মান ও জীবন নিয়ে সন্তুষ্টির অবনতি ঘটিয়ে বিষন্নতা তৈরি করে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএসআরের ব্যবস্থাপক মারাত ইউ বিজনেস সোশ্যাল রেসপন্সিবিলিটির (বিএসআর) ব্যবস্থাপক মারাত ইউ বলেন, ‘কর্মক্ষেত্রকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে স্বামীর নির্যাতন প্রতিরোধে কারখানাগুলো নেতৃত্বদানকারী ভূমিকা পালন করতে পারে। দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তনে এবং ইতিবাচক রোল মডেল তৈরিতে কর্মক্ষেত্রের শক্তিশালী ভূমিকা রয়েছে। সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ পেলে পুরুষ বা নারী শ্রমিক বাড়িতে বা সমাজে সহজে নির্যাতন মেনে নেবে না।’
‘উই ক্যান’-এর জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক বলেন, ‘আমরা পোশাক কারখানায় নারী কর্মীদের কাজ করার সময় তাদের অধিকার সম্পর্কে সচেতন করি। তারা যখন বুঝতে পারে, তাদের টাকা শুধু স্বামীকে দেওয়াটাই তাদের কাজ নয়, এটি নিজের ইচ্ছে অনুযায়ী খরচ করার সুযোগও রয়েছে, তখন তাদের মন খারাপ হয়।’
তিনি বলেন, ‘পরিবার নিয়ে ভাবনা, মেয়েরা কতখানি দুর্বল তা ফুটিয়ে তোলে। নারী তার নিজের আয় নিজে খরচ করতে না পারলে নারীর প্রকৃত ক্ষমতায়ন হবে না।’
লিনডেক্সের সাউথ এশিয়া সাসটেইনেবল ম্যানেজার কাজী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘নারী শুধু অর্থ উপার্জন করলেই হবে না, নারীর জীবনযাপন উন্নত করা প্রয়োজন।’
এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জামিল আনসার বলেন, ‘দেশের কোনও পোশাক কারখানায় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা নেই। এটি থাকা কর্মী ও মালিকপক্ষ উভয়ের জন্যই প্রয়োজন। আমাদের দেশের ধর্মীয় নেতারা যে হারে নারীবিদ্বেষী কথা বলেন, সেই অবস্থায় থেকে পোশাক কর্মীদের স্বামীর নির্যাতন থেকে বের হয়ে আসা সত্যিই কঠিন। আমাদের ধর্মীয় নেতাদের নিয়ে কাজ করা খুব জরুরি।’
কেয়ার বাংলাদেশের উইমেন অ্যান্ড গালর্স ইমপাওয়ারমেন্ট প্রোগ্রামের হুমায়রা আজিজ বলেন, ‘নারীর ব্যক্তিগত ক্ষমতায়ন না হলে পেশাগত ক্ষমতায়ন আসবে না।’

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো