X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১৮:২৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩৪

আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবীরা।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের ১০ম দিনে তার আইনজীবীদের বক্তব্য শেষ হয়। ফলে এ মামলা এখন রায়ের দিকে এগুচ্ছে। দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। এখন অন্যান্য আসামির পক্ষে তাদের আইনজীবীরা যুক্তি-তর্ক উপস্থাপন করবেন। তাদের যুক্তি উপস্থাপন শেষ হলে আদালত রায়ের  তারিখ ঠিক করবেন । 

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন  শেষ করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ ।এই নিয়ে পাঁচজন আইনজীবী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন।

মওদুদ আহমেদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া  আদালতে তার মক্কেলের জামিন স্থায়ী করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে ব্যক্তিগত এবং পারিবারিক অসুবিধার কারণে আগামী ১৬ ও১৭ তারিখে খালেদা জিয়াকে হাজিরা থেকে অব্যাহতির আবেদন  করলে আদালত তা নামঞ্জুর করেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন  শেষে মামলাটির অপর আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আহসান উল্লাহ। তার  যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বিচারক আগামীকাল পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই  মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া  আজ মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পোঁছান । তার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয় ১১টা ৪২ মিনিটে।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

ওই অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ বিষয়ে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে আসামি করা হয়।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট