X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মায়ের মৃত্যুবার্ষিকীর দিনেও আদালতে যাবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪২

আদালতে খালেদা জিয়া (ছবি নাসিরুল ইসলাম)

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী। এ কারণে আগামীকাল মামলার হাজিরা থেকে তার অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। এই আবেদন মঞ্জুর করলেও অন্য আসামিদের পক্ষে আদালত চলবে বলে বিচারক আদেশ দেন। তখন খালেদা জিয়া জানান, যেহেতু বৃহস্পতিবার আদালত চলবে, সেহেতু তিনি আদালতে যাবেন।  তিনি বলেন, ‘এই মামলাটি আমি আইন দিয়ে মোকাবিলা করছি, তাই আগামীকালও আদালতে আসবো।’

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার (১৭ জানুয়ারি) আসামি শরফুদ্দীনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আহসান উল্লাহ। আদালতে তিনি বলেন, ‘এ মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়া তদন্ত করেছেন। তিনি আইনগতভাবে যদি তদন্ত করতেন, তাহলে টাকা আত্মসাতের কোনও উপাদান পেতেন না।’ যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে শরফুদ্দীন আহমেদের আইনজীবী  খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন,‘আজকে ৬৫ বছরের একজন  সন্তানহারা মাকে মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন আদালতে এনে হয়রানি করা হচ্ছে।’

বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে  এ মামলার মামলার বিচারকাজ চলছে। বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টা ২৮ মিনিটে  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া।

আইনজীবী সানাউল্লাহ মিয়া বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খালেদা জিয়া মায়ের মৃতুবার্ষিকীর কথা উল্লেখ করে ব্যক্তিগত হাজিরা থেকে তাকে (খালেদা জিয়া) অব্যাহতির আবেদন করলে, আদালত আবেদন মঞ্জুর করেন। তবে অন্য আসামিদের পক্ষে আদালত চলবে বলে আদেশ করেন।

পরে খালেদা জিয়া তার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানান, যেহেতু আগামীকাল আদালত চলবে, সেহেতু তিনি আদালতে আসবেন। তিনি বলেন, ‘এই মামলাটি আমি আইন দিয়ে মোকাবিলা করছি, তাই আগামীকালও আদালতে আসবো।’

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।

আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়