X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৩ হাসপাতালে র‌্যাবের অভিযান: দণ্ড, জরিমানা ও বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩৪

দণ্ডপ্রাপ্ত তিন জন (ছবি: সংগৃহীত) রাজধানীর মোহাম্মদপুরে পৃথক তিনটি হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। র‌্যাব-২-এর এএসপি ফিরোজ কাউছার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলো সেলিম (৪৯), রনি সিকদার (২৫) ও শাহরিয়ার মতিন (৩৮)। এছাড়া জরিমানা করা হয়েছে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে। মক্কা মদিনা জেনারেল হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন র‌্যাব-২-এর কর্মকর্তারা।

জানা যায়, শেরে বাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতালে দালাল চক্রের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণার কথা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে র‌্যাব-২-এর একটি দল। বিশেষজ্ঞ চিকিৎসকের মৌখিক রেফার্ড করার মিথ্যা কথা বলে ও বিভিন্ন অপকৌশলে সুচিকিৎসার প্রলোভন দেখায় দালাল চক্রের সদস্যরা। এরপর রোগীদের মোহাম্মদপুরের বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, মক্কা মদিনা জেনারেল হাসপাতাল ও নিউ ওয়েলকেয়ার হাসপাতালে নিয়ে যায় তারা।

এসব হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসার নামে প্রথমেই ভুতুড়ে বিল ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টেস্ট, ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী কেনা ও সার্ভিস চার্জ। এভাবে রোগী ও স্বজনদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে থাকে ওই চক্র।

র‌্যাব-২ সূত্র আরও জানিয়েছে, এসব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-২-এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তারা মোহাম্মদপুরের নিউ ওয়েলকেয়ার হাসপাতালে গিয়ে ভুতুড়ে বিল নেওয়ার প্রমাণ পান। এমনকি অনেক অসহায় রোগীকে রক্ত দেওয়ার নামে রক্তের ব্যাগ ঝুলিয়ে রেখে অর্থ আদায়েরও প্রমাণ পাওয়া যায়। এ সময় ওই হাসপাতাল সংশ্লিষ্ট নজরুল ইসলাম নামে একজনকে আটক করে র‌্যাব-২। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করলে তার ৫০ হাজার টাকা জরিমানা হয়।

একই ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের বাংলাদেশ ট্রমা স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালালে অনিয়মের প্রমাণ পায়। এর মধ্যে ছিল— অপরিষ্কার মাইক্রোবায়োলজি ল্যাব, ওটি রুমের অভ্যন্তরে নোংরা পরিবেশ, রি-এজেন্ট রাখা ফ্রিজের ট্রের মধ্যে তেলাপোকাসহ মৃত পোকামাকড়, ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা ও ল্যাবে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান না থাকা। এ সময় ওই হাসপাতালের তিন কর্মকর্তা সেলিম, রনি সিকদার ও শাহরিয়ার মতিনকে আটক করে র‌্যাব-২। পরে তারা অপরাধ স্বীকার করলে সেলিম ও রনিকে তিন মাসের ও মতিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব-২ জানায়, রাতেই একই এলাকার মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে জানা যায়, প্রতিষ্ঠানটির সরকারি বৈধ অনুমোদন নেই। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম আগামী তিন দিনের মধ্যে ওই হাসপাতাল বন্ধের নির্দেশ দেন।

/এনএল/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!