X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একবছরে ১ হাজার ২১৭ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২০:১৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:১৮

একবছরে ১ হাজার ২১৭ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবি’র দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ কেজি স্বর্ণসহ ২০১৭ সালে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর মূল্য ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি’র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৪০ হাজার ৬০৮ বোতল বিদেশি মদ, ১৪ হাজার ১৪৬ লিটার বাংলা মদ, ৪৯ হাজার ৬৫০ ক্যান বিয়ার, ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৩৫৭ কেজি গাঁজা, ৪৪ কেজি ৩২৪ গ্রাম হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন ২৮ হাজার ২৮০টি ও ১ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ২৫১টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৯০৮টি শাড়ি, ৫০ হাজার ৫৯০টি থ্রি-পিস ও শার্ট পিস, ৪৭ হাজার ১৩ মিটার থান কাপড়, ১৮ হাজার ৪০১টি তৈরি পোশাক, ২ লাখ ৪২ হাজার ৫৬০ সিএফটি কাঠ ও ৪২ কেজি ১০৬ গ্রাম স্বর্ণ। একই সময়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬৫টি পিস্তল, ৪৮টি বন্দুক, ৩০০টি গুলি, ৬১টি ম্যাগাজিন ও একটি রিভলবার।

বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৬৮৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ১১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত নিধন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের আগস্ট থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। প্রাথমিকভাবে তাদের সাময়িক আশ্রয়, নিরাপত্তা সহায়তা, সীমিত মেডিক্যাল সহায়তা প্রদানসহ শরণার্থী শিবিরে স্থানাস্তর ও নিবন্ধন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

/জেইউ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা