X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি’র নির্বাচন নিয়ে রিটকারীদের একজন আতাউর যা বললেন

শাহেদ শফিক
১৭ জানুয়ারি ২০১৮, ২৩:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৮

ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোট স্থগিত চেয়ে আদালতে রিট দায়ের করা রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি নেতা আতাউর রহমান বলেছেন, তিনি নিজের প্রয়োজনেই রিট করেছেন। তিনি বলেন, ‘যারা ভোটার হয়েছেন ভোটার তালিকায় তাদের নাম নেই। আর আমি তো ভাটারা ইউনিয়ন থেকে পাঁচ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই ইউনিয়নে কোটি কোটি টাকার সংস্কার কাজ চলছে। এখনও বিল পরিশোধ করতে পারিনি। এরই মধ্যে কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে দেয়। যদি নির্বাচন হয়, তাহলে ঠিকাদারদের টাকা পরিশোধ করবো কিভাবে?’
বুধবার (১৭ জানুয়ারি) আদালতের দেওয়া নির্বাচন স্থগিতাদেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।
আতাউর রহমান বলেন, ‘এভাবে যদি ছেড়ে দেই, তাহলে তো ভবিষ্যতে সমস্যায় পড়বো। এসব চিন্তাভাবনা থেকে মনে করেছি, আদালতে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমি চেয়েছি, এর একটা সুন্দর সুরাহা হোক। এ জন্যই রিট করেছি।’
আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ। তিনি ছাড়াও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম  ভোট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। তাদের দুজনের রিটেই ঢাকা উত্তর সিটির ভোট তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।

আতাউর রহমান বলেন,‘এটা তো উপনির্বাচন, নির্বাচন নয়। আইন অনুযায়ী উপনির্বাচন হলো- সিটি করপোরেশন বা ওয়ার্ডের দায়িত্বরত মেয়র বা কাউন্সিলর মারা গেলে সেখানে উপনির্বাচন হবে। নতুন সংযুক্ত ১৮ ওয়ার্ডে কেউতো মারা যাননি। তাহলে উপনির্বাচন হবে কেন? নির্বাচন করতে হলে আগে আইন সংশোধন করতে হবে।’

রিটের যৌক্তিকতা তুলে ধরে এই বিএনপি নেতা আরও বলেন, ‘মানুষ নির্বাচন করে পুরো মেয়াদের জন্য। এখন কেউ প্রার্থী হলে তিনি সময় পাবেন মাত্র আড়াই বছর। অথচ প্রার্থীকে এই  উপনির্বাচনেও সাধারণ নির্বাচনের মতো খরচ করতে হবে। এটা তো অধিকার হরণ।’

রিটকারী আতাউর বলেন, ‘রিট করে আদালতের স্থগিতাদেশ পাওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ ব্যাপক খুশি। তারাও বলছে, পাঁচ বছরের জন্য একটা নির্বাচন হলে সেখানে অনেকগুলো গ্রুপ থাকে, দল থাকে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। কিন্তু মাত্র আড়াই বছরের জন্য নির্বাচন কেউ চায় না।’

রিট করার জন্য দলের কোনও পরামর্শ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে কারও কোনও আলাপ হয়নি। কেউ আমাকে বলেওনি। নিজের প্রয়োজনেই রিট করেছি। দলের সিদ্ধান্তে রিট করিনি।’

রিট করার পর দলের হাই কমান্ড থেকে বিষয়টি সম্পর্কে তার কাছে কিছু জানতে চাওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আতাউর বলেন, ‘দিনভর আমার ফোন বন্ধ ছিল। মাত্র ফোন ওপেন করেছি। কারও সঙ্গে আমার কথা হয়নি। দল বিষয়টি কিভাবে নেয়, জানি না । কিন্তু যখন দেখলাম আদালতে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই, তখন আমি রিট করার সিদ্ধান্ত নিই। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। রিটের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘আমি মনে করি, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর নির্বাচন না দিয়ে কমিশন শুধু মেয়র পদে উপনির্বাচনটি করে নিতে পারতো। এখন পুরো নির্বাচন বন্ধ হয়ে গেছে।’

আদালত তো তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছে। এরপর কী সিদ্ধান্ত নেবেন। এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান বলেন, ‘সেটা পরে দেখা যাবে। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী কার্যক্রম হাতে নেবো।’

আরেক রিটকারী বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম  বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির হাই কমান্ড নির্বাচন স্থগিত নিয়ে সরকারকে দোষারোপ করেছে। আপনারা দুজন  পৃথক দুটি দলের নেতা। কিন্তু রিট করেছেন একই বিষয়ে। আপনাদের মধ্যে বিষয়টি নিয়ে কি আগে কোনও আলাপ-আলোচনা হয়েছে?

জবাবে আতাউর রহমানর বলেন, ‘দেখেন, সবগুলো ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে আমার যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কথা বলেই আদালতে রিট করেছি। আদালতে আমি আমার মতো গেছি। আর জাহাঙ্গীর আলম  তার মতো করে গেছেন। এতে তার দল বা আমার দলের কোনও সম্পর্ক আছে বলে আমি মনে করি না।’

তিনি বলেন, ‘রিটে আমি বলেছি, নির্বাচন কমিশন এখনও ভোটার তালিকা প্রকাশ করেনি। গত ৯ জানুয়ারির ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি মনোনয়নপত্র জমা দিতে হবে। কিন্তু ভোটার তালিকা প্রকাশ না করায় এখন যিনি প্রার্থী হবেন, তিনিও জানেন না যে, তিনি ভোটার কিনা। তাছাড়া, মনোনয়নপত্রে ৩০০ ভোটারের স্বাক্ষর থাকতে হবে। ভোটার তালিকা প্রকাশ না হলে সেটাও সম্ভব নয়।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ডিএনসিসি’র নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

আদালতের স্থগিতাদেশের পর  এ বিষয়ে জাহাঙ্গীর আলমের প্রতিক্রিয়া জানা যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ ছিল।

আরও পড়ুন: 

ডিএনসিসি'র উপনির্বাচনে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা