X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিয়ের নামে প্রতারণাই তার পেশা

রাফসান জানি
১৮ জানুয়ারি ২০১৮, ০২:৩১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:২৯

প্রতারক আলাউদ্দিন আল আজাদ

রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকার ক্লাব ও বারে কাজ করেছে সে। কিন্তু এ কাজে বেশি দিন থাকেনি মো. আলাউদ্দিন আল আজাদ। শুরু করে নতুন কাজ। আর সে কাজ হলো ‘বিয়ের নামে প্রতারণা’। বিপুল টাকার মালিক পরিচয় দিয়ে সে মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়তো এবং বিয়ের জন্য রাজি করাতো। এরপর বিয়ের নাটক সাজিয়ে বরের অভিনয়ও করতো। একসময় মেয়ের সব টাকা-পয়সা হাতিয়ে লাপাত্তা হয়ে যেতো। পরবর্তী সময়ে ধরা পড়লেও বিয়ের কথা আর স্বীকারই করতো না। শুধু বিয়ের নামে প্রতারণা করাই নয়; কিছু দিন সংসার সংসার খেলে ‘বউ’কে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ারও অভিযোগ রয়েছে আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে।

বিয়ের নামে প্রতারণা ও ধর্ষণের মামলায় রাজধানীর নিকেতন এলাকা থেকে গত ১৫ জানুয়ারি এই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো বিভাগ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন আল আজাদ এসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণসহ অন্তত ৭টি মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে দীর্ঘদিন ধরে বিয়ের নামে প্রতারণা করে আসছিল। অতীতে ঢাকার বিভিন্ন ক্লাব ও বারে চাকরি করলেও সর্বশেষ বিয়ের নামে প্রতারণাকে পেশা হিসেবে গ্রহণ করে।’

২০১৬ সালের ৮ আগস্ট আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা দায়ের করেন এক নারী। ২০১৭ সালের ১৪ মে আদালতের নির্দেশে এ মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৯ মার্চ ভুক্তভোগী নারীকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের করে আলাউদ্দিন আজাদ। কিছুদিন পর এ বিয়ে অস্বীকার করে সে। পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৬ জুলাই এ নিয়ে মধ্যস্থতা করতে বসেন ওই নারীর আত্মীয়-স্বজন ও আলাউদ্দিন আজাদের পক্ষের লোকজন। তখন সিদ্ধান্ত হয়, আলাউদ্দিন আজাদ ও ওই নারী পরস্পরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে পুনরায় ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করবেন। একইসঙ্গে আলাউদ্দিন আজাদ বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট তুলে ভুক্তভোগী নারীকে এক কপি দেবে। এসব শর্তে উভয়পক্ষ রাজি হলে পরদিন লঞ্চযোগে আলাউদ্দিন আজাদ ও ওই নারী ঢাকায় আসেন। ঢাকায় আসার পর ওই নারীকে বিয়ে না করে তাকে নিয়ে একটি ছাত্রাবাসে উঠে আলাউদ্দিন আজাদ। পরে একই বছরের ২৩ জুলাই ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে তাকে নিয়ে আলাউদ্দিন আজাদ ভাটারার বোডঘাট এলাকায় একটি বাসায় উঠে। ভুক্তভোগী নারীর অভিযোগ, এই সময়ের মধ্যে আলাউদ্দিন আজাদ তাকে ‘একাধিকবার ধর্ষণ’ করে। এরপর ২০১৬ সালের ১০ আগস্ট গা-ঢাকা দেয় আলাউদ্দিন। এ ঘটনার পর বনানী থানায় ওই মামলা দায়ের করেন ওই নারী।

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার বলেন, ‘এমন ঘটনা একটি নয়; আরও কয়েকটি ঘটিয়েছে আলাউদ্দিন আজাদ। তার নির্দিষ্ট কোনও পেশা নেই। এভাবে প্রতারণা করে সে জীবন যাপন করছিল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আজাদ নিজেকে প্রচুর টাকার মালিক ও প্রভাবশালী পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়তো। একসময় মিথ্যে বিয়ে করতো। এরপর নারীর টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেতো। শুধু তাই নয়; এভাবে বিয়ে করে স্ত্রীকে অন্যের হাতেও তুলে দিত সে।’

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, ‘আলাউদ্দিন আল আজাদকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা নামঞ্জুর করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তার সম্পর্কে আরও তথ্য জানা যাবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা