X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ১৪২৬ বোতল ফেনসিডিলসহ আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ০৪:০৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০৪:১৫

ফেনসিডিলসহ আটক ৩

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সামনে থেকে ১ হাজার ৪শ’ ২৬ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফিরোজ কাউছার এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন– জয়নাল আবেদীন (২৪), সজীব হোসেন (২৫) ও আবদুর রহিম (২২)। তাদের প্রত্যেকের বাড়ি যশোরে। এর মধ্যে জয়নাল আবেদীন ট্রাকচালক। বাকি দুই জন মাদক ব্যবসায়ী।

মো. ফিরোজ কাউছার বলেন, ‘র‌্যাব-২ এর গোয়েন্দা টিম বেশ কিছুদিন আগেই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী যশোরের সীমান্তবর্তী বেনাপোল থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করছে। এতে মাদক ব্যবসায়ীদের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়। বুধবার র‌্যাব-২ এর সদস্যরা তথ্য পান, কয়েকজন মাদক ব্যবসায়ী ট্রাকে করে বেনাপোল থেকে আনা ফেনসিডিল নিয়ে রাজধানীতে প্রবেশ করেছে। সকাল ৮টা ৪০ মিনিটে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের মূল গেইটের সামনের রাস্তায় একটি ট্রাককে (পাবনা ট-১১-০২৯৩) থামার নির্দেশ দেন র‌্যাব সদস্যরা। তখন ট্রাকে থাকা তিন জন পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরে তাদের আটক করা হয়।’

ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল লুকানো ছিল বলে জানান র‌্যাব কর্মকর্তারা। তাদের দাবি, ট্রাকে ড্রাইভারের আসনের পিছনে টুলবক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কম সময়ে বেশি টাকার মালিক হওয়ার লোভে এ ব্যবসায় জড়িয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাব সদস্যদের জানিয়েছেন। মো. ফিরোজ কাউছার বলেন, ‘অল্প সময়ে বড়লোক হবার নেশায় তারা যশোরের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল কিনে ঢাকায় এনে উচ্চমূল্যে বিক্রয় করে।’ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া