X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের আশ্বাস, ৩ ঘণ্টা পর রাস্তা ছাড়লো শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৬:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:১৯

নিউ মার্কেট-নীলক্ষেত এলাকায় ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান ২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীরা পরীক্ষার ফল চলতি মাসের মধ্যে প্রকাশের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। পরে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৫ ফেব্রুয়ারি ফল প্রকাশের ঘোষণা দেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেছিল। উপাচার্যের কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর ২টায় তারা অবরোধ তুলে নেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকার সব রাস্তা বন্ধ করে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নীলক্ষেত মোড়ে উপস্থিত হন। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।’
উপাচার্যের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে এই আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। তবে তাদের দাবি, চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। তা না হলে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তারা নতুন কর্মসূচিতে যাবেন। এছাড়া, মার্চের মধ্যেই তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করার দাবিও জানান তারা।
আন্দোলনকারীরা বলছেন, পরীক্ষার ফল দীর্ঘদিনেও প্রকাশ না হওয়ায় তারা সেশন জটের কবলে পড়েছেন। বারবার কর্তৃপক্ষের গোচরে আনলেও তারা বিষয়টিকে আমলে নিচ্ছে না। সে কারণেই তারা প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেছেন।
ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী হাফিজা আফরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘ এক বছরেও ফল প্রকাশ না হওয়ায় আমরা সেশন জটে ভুগছি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।’
আন্দোলনরত আরেক শিক্ষার্থী শায়লা কাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একবছর আগে পরীক্ষা দিয়েছি। কিন্তু ফল পাচ্ছি না।’ আমরা সাত কলেজের শিক্ষার্থীরাই কেন এই অবিচারের শিকার?— প্রশ্ন রাখেন এই শিক্ষার্থী।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখায় নিউ মার্কেট-নীলক্ষেত এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

/ইউআই/টিআর/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ