X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাস্ট দুর্নীতির মামলায় পরবর্তী যুক্তি উপস্থাপন ২৩-২৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭

আদালতে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আগামী ২৩, ২৪, ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ৩টায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বিচারক এ আদেশ দেন।

মামলা দুটির বিচার চলছে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. আখতারুজ্জামনের আদালতে।

বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনের ১২তম দিনে আসামি সরফুদ্দীনের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরেন আইনজীবী আহসান উল্লাহ। আগামী তারিখেও তার পক্ষে যুক্তি উপস্থাপন চলবে।

এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থাপনের এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী আহসান উল্লাহকে বিচারক বলেন, এই নথিগুলো একবার পড়া হয়েছে, এগুলো ফের পড়ার কী দরকার? জবাবে বিচারক ও প্রসিকিউশনকে (দুদকের আইনজীবী) লক্ষ্য করে আহসান উল্লাহ বলেন,‘সাক্ষ্য আইনে কোথাও নেই সমস্ত নথি ফের পড়া যাবে না। আপনারা যদি প্রমাণ করতে পারেন মামলায় নথি ফের পড়া যাবে না, আমি আজ থেকে ওকালতি ছেড়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘আমাকে মামলার নথিগুলো ভালোভাবে পড়তে দিন।’ তখন বিচারক তাকে বলেন, ‘আপনার তো ওকালতনামায় স্বাক্ষর নেই, অনুমতির মাধ্যমে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে।’

তখন ওই আইনজীবী বলেন, ‘আমি হাইকোর্টে ফাঁসির আসামির পক্ষে যুক্তি উপস্থাপন করি; ওইখানে তো কোনও ওকালতনামায় স্বাক্ষর করতে হয় না।’ বিচারক তখন তাকে বলেন, ‘এটা ট্রায়াল কোর্ট, আপনাকে আইনজীবী হিসেবে স্বাক্ষর করতে হবে ওকালতনামায়।’

 

 

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া