X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মামলা অজ্ঞাত হিসেবে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়: ঢাবি প্রক্টর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪০

ঢাবি প্রক্টর (ছবি: ফেসবুক থেকে নেওয়া) কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা অজ্ঞাত হিসেবে করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা মামলা প্রত্যাহার চেয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন সেটি তাদের নিজস্ব বিষয়। কোনও সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়নি।’

দাবি আদায়ে গত বুধবার প্রক্টর অফিস ভাঙচুর এবং প্রক্টরকে অবরুদ্ধ রাখার ঘটনায় গতকাল বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত ৫০ জনের নামে মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার গভীর রাত থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন দু’জন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। ওই শিক্ষার্থীদের দাবি, সেদিন যারা দাবি নিয়ে প্রক্টরের অফিসে গিয়েছিল তাদের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলছেন, ‘মামলা হয়েছে ৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে। কিন্তু আন্দোলনকারীরা কেউ অজ্ঞাতনামা নয়। আমরাই আন্দোলন করেছি এবং আমাদের গ্রেফতার করা হোক। সেটি যদি প্রশাসন করতে না পারে তাহলে এই মামলা মিথ্যা প্রমাণিত হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে।’

শিক্ষার্থীদের দায়ী করে কোনও মামলা করা হয়নি জানিয়ে প্রক্টর গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা হয়েছে অজ্ঞাতনামা হিসেবে।’ এই অজ্ঞাতনামা কারা সে প্রশ্নে তিনি বলেন, ‘যারা ওইদিন সেখানে ছিল, আমরা তদন্ত করে দেখেছি, যারা ভাঙচুর চালিয়েছে মামলা তাদের বিরুদ্ধে।’

কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা নিজেদের ভাঙচুরকারী ও আন্দোলনকারী দাবি করছে সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে কোনও মামলা করা হয়নি।’

এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলার বিষয়ে কিছু ভেবেছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এখনও তেমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি আবারও বলতে চায়, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও মামলা হয়নি।’

উল্লেখ্য, ঢাকার সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের গত সোমবার উপাচার্যের কার্যালয়ের সামনে বাধা দেয় ছাত্রলীগ। ওইদিন ছাত্রলীগকর্মীরা ছাত্রীদের নিপীড়ন করেছে অভিযোগ এনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বুধবার প্রক্টর কার্যালয় ঘেরাও করে একদল শিক্ষার্থী। সেসময় ওই কার্যালয়ের ফটকে তালা আটকে দেওয়া হলে শিক্ষার্থীরা কলাপসিবল গেইট ভেঙে ফেলে এবং দাবি আদায়ে প্রক্টরকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

/এসআইআর/ইউআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫