X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকার বাইরেও আস্তানা গেড়েছিল নাখালপাড়ায় নিহত তিন জঙ্গি

আমানুর রহমান রনি
১৯ জানুয়ারি ২০১৮, ২২:০০আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১০:৪৭

নিহত তিন জঙ্গি

ঢাকার বাইরেও আস্তানা গেড়েছিল নাখালপাড়ায় নিহত তিন জঙ্গি। এসব আস্তানার নেপথ্যে তাদের একজন সহযোগী রয়েছে। তাকে গ্রেফতার করতে পারলে আরও  তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সংশ্লিষ্ট সূত্র। ঢাকার বাইরে সেই সব আস্তানার বিষয়েও তথ্য সংগ্রহ করছে তারা।

র‌্যাবের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাখালপাড়ায় আস্তানা গাড়ার আগে তারা ঢাকার দুটি জায়গায় আস্তানা গেড়েছিল। আমরা প্রাথমিকভাবে এমন তথ্য পেয়েছি। সে বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।’

এই কর্মকর্তা বলেন, ‘জেএমবির এই গ্রুপটির নেতৃত্ব দিচ্ছে একজন । তার সহযোগিতায় এই আস্তানাগুলো গড়ে উঠে। জঙ্গিরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসব আস্তানায় উঠেছিল। এই সহযোগীকে গ্রেফতার করতে পারলে, আরও কিছু তথ্য পাওয়া যাবে।’

গত ১২ জানুয়ারি তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। র‌্যাব জানায়, তারা সবাই ছিল জেএমবির সদস্য। ইতোমধ্যে দুজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে একজনের নাম মেজবাহ উদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাদুয়ারা গ্রামে।  অন্যজন, চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম কলেজের পূর্ব গেট সংলগ্ন ইউনূস বিল্ডিংয়ের তৃতীয় তলার নাফিস উল ইসলাম। গত বছরের ৬ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে এখনও একজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি র‌্যাব।

হাসপাতালে নেওয়া হচ্ছে নাখালপাড়ায় নিহত তিন জঙ্গির লাশ (ফাইল ফটো)

চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এ এ এম হুমায়ুন কবির জানিয়েছেন, ‘নাফিসের বাবার দায়ের করা জিডির সূত্র ধরে নিখোঁজ নাফিসকে খুঁজতে গিয়ে আমরা গত ১ জানুয়ারি নগরীর মাদারবাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পাই। সেই আস্তানা থেকে নব্য জেএমবির সুইসাইড স্কোয়াডের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।’

র‌্যাবের তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, ‘চট্টগ্রামের ওই আস্তানাতেও যাতায়াত ছিল নাফিসের। তখন অন্য একটি আস্তানায় ছিল সে। তদন্তের স্বার্থে এখনই ওইসব আস্তানার বিস্তারিত তথ্য ও এলাকার নাম বলতে রাজি হননি র‌্যাবের কর্মকর্তারা। তারা বলছেন, ‘ঢাকার বাইরে দুটি আস্তানায় জেএমবির এই গ্রুপটি ভাগ হয়ে অবস্থান করেছিল।’

সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার জন্যই ঢাকায় আস্তানা গেড়েছিল এই  জঙ্গিরা। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা মূলত সরকারি স্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা সংগঠিত হয়েছিল।’ 

এই গ্রুপটির বিষয়ে র‌্যাব আরও  অনেক তথ্য পেয়েছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, র‌্যাবের গোয়েন্দারা পরিচয় পাওয়া মেজবাহ উদ্দিনের বাবা, মা ও ভাইদের  জিজ্ঞাসাবাদ করেছেন। তারা যেসব তথ্য দিয়েছেন, তা যাচাই করা হচ্ছে। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেজবাহ’র পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন নাফিসের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪ দিনেও মামলা হয়নি

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা