X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রায়ের কপি পেলেই ডাকসু নির্বাচনের উদ্যোগ নেবো: ঢাবি উপাচার্য

সিরাজুল ইসলাম
২০ জানুয়ারি ২০১৮, ১৮:৫০আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ০৯:২৩

ড. আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পেলেই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার জন্য গত ১৭ জানুয়ারি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে উপাচার্য এ কথা বলেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘নির্দেশনাটা যেহেতু আদালতের তাই এ বিষয়ে খুব বেশি মন্তব্য বা বিশ্লেষণধর্মী বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আদালতের রায় হাতে পাওয়ার পরেই আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবো।’

উপাচার্য আরও বলেন, ‘এ আদেশের বিষয়ে আর যা বলার অন্যরা বলবেন।’

প্রসঙ্গত, ২০১২ সালের ২১ মার্চ ডাকসু নির্বাচনের পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ২৫ জন শিক্ষার্থী হাইকোর্টে একটি রিট করেন। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ এপ্রিল রুল দেন হাইকোর্ট। রিটের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ছয় মাসের মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, গত বছরের ১০ অক্টোবর ছয় মাসের মধ্যে সিনেট পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেন আদালত। সিনেট পূর্ণাঙ্গ করতে হলে ডাকসু থেকে নির্বাচিত পাঁচজন ছাত্র প্রতিনিধিও থাকার বিধান আছে। ডাকসু নির্বাচনের তিন মাস আগে তফসিল ঘোষণার বিধান রয়েছে। তবে ইতোমধ্যে এ নির্দেশনার পর তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ডাকসুর বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যানারে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইচ্ছা থাকলে ডাকসু নির্বাচন আয়োজন করা খুব কঠিন কিছু নয়।’ প্রশাসনের সদিচ্ছা নেই বলেই ডাকসু নির্বাচন আটকে আছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।  

 

 

/এসএনএইচ/এএইচ/
সম্পর্কিত
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
বাংলা ট্রিবিউনকে ওয়াসিকা আয়শা খান‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি