X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাবিতে উপাচার্যের কাছে অধ্যাপকের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর অভিযোগ

জাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগ এনেছেন তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী। হত্যার হুমকি, বিয়ে ও সন্তানকে অস্বীকার, গর্ভপাতে বাধ্য করা প্রভৃতি অভিযোগ তিনি তুলে ধরেছেন জাবি উপাচার্য ড. ফারজানা ইসলামের কাছে। উপাচার্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেলে ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগকারী নিজেও দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। এই বিশ্ববিদ্যালয়েই পড়ালেখা করেছেন তিনি। গত ১৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ওই শিক্ষিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব অভিযোগের বিচার দাবি করেছেন।
লিখিত অভিযোগে ওই শিক্ষিকা বলেন, ২০১৫ সালের ২৪ নভেম্বর জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ওই অধ্যাপকের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু ওই অধ্যাপক বিভিন্ন অজুহাতে বিয়ের বিষয়টি গোপন রাখেন এবং তাকেও গোপন রাখতে বাধ্য করেন।
ভুক্তভোগী শিক্ষিকা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় আমি কলা ও মানবিকী অনুষদে প্রথম স্থান অর্জন করি। ভালো ফলের কারণে অধ্যাপক আমাকে খুঁজে বের করে পরিচিত হন। দ্বিতীয় বর্ষে আমি তাকে কোর্স শিক্ষক হিসেবে পাই। ক্রমশ তার সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক নেই জানিয়ে তিনি আমাকে বিয়ে করেন।’
ওই শিক্ষিকা আরও বলেন, ‘২০১৭ সালের জানুয়ারি মাসে আমি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে তিনি (অধ্যাপক) আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তিনি হুমকি দেন, এই সন্তানকে জন্মগ্রহণ করতে দেবেন না। সন্তানের জন্ম হলে ডিএনএ রিপোর্টে সন্তানের পিতৃপরিচয় মিথ্যা প্রমাণের ভয় দেখান। তিনি আমাকে ও আমার গর্ভের সন্তানকে হত্যারও হুমকি দেন।’ এসব কারণেই প্রাণনাশের শঙ্কায় তিনি জাবি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
অভিযোগকারী শিক্ষিকা বলেন, ‘আমার শিক্ষক হিসেবে তিনি অন্যতম শ্রদ্ধার পাত্র ছিলেন। তাকে অন্ধভাবে বিশ্বাস করতাম। এই দুর্বলতাকে কাজে লাগিয়েই তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন— এমন মিথ্যা তথ্য আমার মধ্যে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তার একজন সহকর্মী এবং ওই সহকর্মীর স্ত্রী তার পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। তারা বিভিন্নভাবে আমাকে বুঝিয়েছেন যে স্যার তার প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করছেন না। তাই তালাকের কোনও কাগজপত্র না দেখেই নির্দ্বিধায় তাকে বিয়ে করেছিলাম।’
অভিযোগের বিষয়ে জানতে শনিবার (২০ জানুয়ারি) রাতে জাবি অধ্যাপকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে তার বাসায় সাক্ষাতের অনুরোধ জানান। রাত ১১টার দিকে তার বাসায় গেলে সেখানে তার পক্ষে কথা বলেন তার জামাতা। তিনি বলেন, ‘অভিযোগকারী শিক্ষিকা একসময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ওই সময় এক ঘটনায় এই অধ্যাপকের স্ত্রী তাকে চড়-থাপ্পড় দিয়েছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতে উঠে-পড়ে লাগেন এই শিক্ষিকা, যা এই অভিযোগ পর্যন্ত গড়িয়েছে।’
অভিযুক্ত জাবি অধ্যাপকের সঙ্গে অভিযোগকারী শিক্ষিকার বিয়েই হয়নি বলে দাবি করেন ওই অধ্যাপকের জামাতা। তিনি বলেন, ‘সব অভিযোগ ভুয়া।’
পরে অভিযুক্ত জাবি অধ্যাপক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগের বিষয়ে এখনও বিস্তারিত কিছু শুনিনি। সেরকম কোনও অভিযোগ থাকলে আমরা তা আইনিভাবে মোকাবিলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগপত্র হাতে পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত সব অভিযোগ খতিয়ে দেখা হবে।’ তিনি বলেন, ‘প্রমাণ পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা