X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দরজা খুলেই ফ্যানের সঙ্গে ছেলের ঝুলন্ত লাশ দেখেন এমপি

আমানুর রহমান রনি
২২ জানুয়ারি ২০১৮, ০২:১২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ০২:১৪

অনিক আজিজ স্বাক্ষর (ফাইল ছবি) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ গিয়েছিলেন নিজের এলাকায়। রবিবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকায় ফেরেন তিনি। কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবনে ফ্ল্যাটের দরজা খুলেই ছেলে অনিক আজিজ স্বাক্ষরের (২৭) ঝুলন্ত লাশ দেখতে পান এই রাজনীতিবিদ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। তারা লাশ নামিয়ে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে সাতক্ষীরায় নিয়ে অনিকের জানাজা ও দাফন সম্পন্ন হয়। স্বজন, পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

ন্যাম ভবন-৫-এর নিরাপত্তারক্ষীরা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি সাতক্ষীরায় গিয়েছিলেন মুস্তফা লুৎফুল্লাহ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণাই ছিল তার উদ্দেশ্য। তিন দিন পর রবিবার সকালে ঢাকায় ফেরেন তিনি।

নিরাপত্তাকর্মীরা জানান, মুস্তফা লুৎফুল্লাহ’র জন্য ন্যাম-৫ ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাটটি বরাদ্দ। রবিবার বাবা ফিরলে মূল দরজা খোলেন তার মেয়ে অদিতি আদৃতা। এরপরই তিনি ছেলের কক্ষের দরজায় নক করেন। কারণ আগেই অদিতি ফোনে বাবাকে জানিয়েছিলেন, অনিক দরজা খুলছেন না। কোনও সাড়াও দিচ্ছেন না। এরপর চাবি দিয়ে সংসদ সদস্য নিজেই কক্ষের তালা খোলেন। দরজা খুলতেই তিনি দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে ছেলের নিথর দেহ। তড়িঘড়ি তিনি ছেলের পা জাগিয়ে ধরেন। তখনই পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে।

অনিককে ঝুলন্ত অবস্থায় দেখে ভবনটির নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেন। তার সুরতহাল তৈরি করেছেন শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টারনেটের (ব্রডব্যান্ডের) তার গলায় প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে অনিকের ঝুলন্ত লাশ পেয়েছি। আমরা তার কেটে তাকে নামিয়েছি। তার গলায় তারটি দেবেছিল। এ কারণে দাগ স্পষ্ট রয়েছে।’

আলামত হিসেবে ফাঁস দেওয়ার ব্রডব্যান্ড তার জব্দ করেছে পুলিশ। এ তথ্য জানিয়ে এসআই শফিকুল ইসলামের ভাষ্য, ‘আমরা খাটের ওপরে একটি বইয়ের সেলফ পেয়েছি। আমাদের ধারণা সেটিতে দাঁড়িয়ে ফ্যানের সঙ্গে তার বেঁধে গলায় ফাঁস দিয়েছেন অনিক। খাট থেকে তার পায়ের উচ্চতা ছিল আট ইঞ্চির মতো। শরীরের অন্য কোথাও কোনও দাগ পাইনি আমরা। তার গায়ে লুঙ্গি ও ফুলহাতা সোয়েটার ছিল। ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ন্যাম ভবনে রাতে একজন করে নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন। গত ২০ জানুয়ারি রাতে ৫ নম্বর ভবনটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম। তার কর্মসময় ছিল রাত ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রাতে ওই বাসায় এমপির মেয়ে, ছেলে ও গাড়িচালক ছিল। এমপি সাতক্ষীরায় ছিলেন। তার স্ত্রী থাকেন সেখানেই।’

ঘটনার বিবরণ দিয়ে এই নিরাপত্তাকর্মী আরও বলেন, ‘সকালে এমপি আসেন। তিনি ওপরে ওঠেন। এর কিছুক্ষণ পর তাদের গাড়িচালক আমাকে ডাক দেয়। তখন আনুমানিক সকাল সাড়ে ৬টা-৭টা হবে। আমি তার সঙ্গে ওপরে গিয়ে দেখতে পাই অনিক ফ্যানের সঙ্গে ঝুলছেন। আর এমপি ও তার মেয়ে কাঁদছেন। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। অন্যান্য এমপি আর কয়েকজন মন্ত্রীও এসেছিলেন। আমি সকাল সাড়ে ৮টার দিকে বাসায় চলে যাই।’

নিহত অনিকের ময়নাতদন্ত করেছেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান প্রফেসর ড. আ ম সেলিম রেজা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুরতহালে যে কথা বলা হয়েছে আমরা তেমন বিষয়ই পেয়েছি। প্রাথমিকভাবে আমাদের কাছে আত্মহত্যাই মনে হয়েছে। তার গলায় কেবল দাগ রয়েছে। শরীরে আর কোথাও কোনও ক্ষতচিহ্ন নেই।’

রবিবার দুপুরে অনিক আজিজ স্বাক্ষরের লাশ ঢাকা থেকে সাতক্ষীরায় নেওয়া হয়েছে। সেখানেই জানাজা শেষে তার দাফন হয়। খুলনা পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করা এই শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যাওয়ার চেষ্টা করছিলেন। পাঠশালায় ফটোগ্রাফি কোর্স করছিলেন তিনি।

অনিক তার ফেসবুক অ্যাকাউন্টে শনিবার দিবাগত রাত ৪টা ৫ মিনিটে কলকাতার ‘ওপেনটি বায়োস্কোপ’ ছবির একটি গান শেয়ার দেন। তিনি লিখেছেন, ‘তোর জন্য চিঠির দিন…’। নিজের ব্যবহৃত মোবাইল ফোন ফরম্যাট দিয়েছেন অনিক। তার ব্যবহৃত সবকিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অনিকের চাচা সাংবাদিক শরিফুল্লাহ কায়সার বাংলা ট্রিবিউনকে বললেন, ‘শনিবার ফ্ল্যাটে অনিক ও তার বোন অদিতি ছিলেন। তারা রাতের খাবার খেয়ে যার যার কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে অনিককে ডাকাডাকি করেও ওঠানো যায়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তার লাশ ঝুলছে। এ ঘটনায় শেরেবাংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন।
আরও পড়ুন-

ন্যাম ভবন থেকে এমপি’র ছেলের লাশ উদ্ধার

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা