X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জবি’তে নারী শিক্ষার্থী উত্ত্যক্তকারীকে গণধোলাই

জবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১২:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১২:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দশম ব্যাচের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তকারী বহিরাগত এক ছেলেকে গণধোলাই দেওয়া হয়েছে। এরপর উত্ত্যক্তকারীর চুল কেটে দিয়েছে ওই নারী শিক্ষার্থীর সহপাঠীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উত্ত্যক্তকারী ব্যক্তির নাম ফারুখ হোসেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। সে ব্যক্তি জীবনে বিবাহিত এবং পুরান ঢাকায় একটি দোকানে মেকানিকের কাজ করে। তবে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ না করায় তাকে আটক করা হয়নি।  

রবিবার জবির টিএসসিতে ঐ নারী শিক্ষার্থীর ফেসবুক আইডি থেকে  তাকে ডেকে নিয়ে প্রমাণসহ হাতেনাতে আটক করে তার সহপাঠীরা। পরে উত্ত্যক্তকারীর কাছে ঘটনার সত্যতা যাচাই করে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করতে চান শিক্ষার্থীরা। তবে নারী শিক্ষার্থী পুলিশে কোনও অভিযোগ দিতে রাজি না থাকায় পুলিশের উপস্থিতিতেই তাকে ছেড়ে দেন তারা।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী লিখন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জবির ঐ নারী শিক্ষার্থী উত্ত্যক্তকারী ফারুখের বোনের বাসায় টিউশনি করাতো। সেখানে তাকে দেখার পর থেকে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা চালাতে থাকে ফারুখ। এভাবে দীর্ঘদিন উত্ত্যক্ত করতে থাকলে সহপাঠীদের জানান মেয়েটি।

এ বিষয়ে জানতে চাইলে জবি সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেন নি।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মশিউরের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কাছে কেউ আসেনি । আমরা এমন কোন অভিযোগও পাইনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা