X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীদের সড়ক অবরোধ এমপি তাপসের আশ্বাসে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীরা। মার্কেটের মূল ভবনকে দ্বিতল করতে সিটি করপোরেশনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দুপুরে নীলক্ষেত-নিউমার্কেটের সড়ক অবরোধ করেছিলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।

ব্যবসায়ীদের অবরোধ এসময় নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। এতে ওই এলাকার সব সড়কেই যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। একপর্যায়ে স্থানীয় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসে বিকাল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

ব্যবসায়ীদের কর্মসূচিতে তাপস একাত্মতা প্রকাশ করে বলেন, ‘আমি দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আশা করি তিনি আপনাদের দাবি মেনে নেবেন। নিউ মার্কেটের নিজস্ব ঐতিহ্য আছে, এটি ঢাকারও ঐতিহ্য। আমি ব্যবসায়ীদের সঙ্গে একমত। আমি মনে করি সিটি করপোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে তা তারা পুনর্বিবেচনা করবেন।’ এসময় তিনি ব্যবসায়ীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। পরে সড়কে যান চলাচল শুরু হয়।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিউ মার্কেট একটি আন্তর্জাতিক মান সম্পন্ন মার্কেট। ১৯৫২-৫৪ সালে তৎকালীন গণপূর্ত মন্ত্রণালয় মার্কেটটি নির্মাণ করে। নির্মাণকালীন নকশা অনযায়ী ৪২৬টি দোকান নিয়ে এক তলা ভবন বিশিষ্ট গভর্নমেন্ট নিউ মার্কেট দক্ষিণ পূর্ব ও উত্তর পাশের বিস্তৃর্ণ এলাকা জুড়ে কার পার্কিংয়ের ব্যবস্থা ছিলো। কিন্তু আশির দশকে এক সাময়িক আদেশ বলে মার্কেটের ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়। এর পর থেকেই চলে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য।’
ব্যবসায়ীদের সড়ক অবরোধ তারা আরও বলেন, ‘সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্টের রিট পিটিশনের রায় অমান্য করে মাস্টার প্ল্যান ভেঙে মার্কেটের ছাদে দোকান নির্মাণ ও গেটে বেআইনি ভাবে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া মার্কেটের দক্ষিণ-পশ্চিম পাশের পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। এর প্রতিবাদে আজ আমরা ব্যবসায়ীরা বিক্ষোভ করেছি।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশন যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমাদের আন্দোলন চলবে। আমরা আগামীকাল সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বসব। তিনি যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে আমরা আরও কর্মসূচি দেব।’
ঘটনাস্থলে এমপি তাপস ব্যবসায়ী নেতারা আরও বলেন, ‘সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্টের রিট পিটিশনের রায় অমান্য করে মাস্টার প্ল্যান ভেঙে মার্কেটের ছাদে দোকান নির্মাণ ও গেটে বেআইনি ভাবে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া মার্কেটের দক্ষিণ-পশ্চিম পাশের পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। এর প্রতিবাদে আজ আমরা ব্যবসায়ীরা বিক্ষোভ করেছি।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমাদের আন্দোলন চলবে। আমরা আগামীকাল সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বসব। তিনি যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন তাহলে আমরা আরও কর্মসূচি দেব।
ছবি: সাজ্জাদ হোসেন

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়