X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের মামলায় চিকিৎসক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৯:০২আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:০৩

নির্যাতনের শিকার গৃহকর্মী রুনাকে ডিএমসি হাসপাতালে নেওয়া হয়েছে

রাজধানীর চকবাজারে রুনা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ড. সায়েম নামের একজন গৃহকর্তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আটক চিকিৎসক সায়েমের স্ত্রী নীনাও একজন চিকিৎসক। এ দম্পতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে রবিবার (২১ জানুয়ারি) চকবাজার থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার রুনার মা জায়েদা বেগম।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর-রশিদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুটির মা গতকাল রাতে মামলা করেছেন। এরপর চিকিৎসক সায়েমকে আমরা গ্রেফতার করেছি। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে একদিনের রিমান্ড দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

চকবাজার থানার উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নির্যাতনের শিকার গৃহকর্মী রুনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ ব্যাপারে নির্যাতিত রুনার মা জায়েদা বেগম জানান, চকবাজার থানার হোসেনি দালান এলাকায় ওই চিকিৎসক দম্পতির বাসায় দুই হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ করতো রুনা। কাজ শুরু করার পর থেকেই গৃহকর্ত্রী ডা. নীনা তাকে মারধর করতেন। শনিবার তাদের সন্তানের প্রস্রাব পরিষ্কার না করার অপরাধে রুনাকে অনেক মারধর করা হয়। মারধরের পর তাকে বাথরুমে অটকে রাখা হয়েছিল। পরে ঢাকায় অবস্থান করা দু’জন স্বজনকে ফোন করে তাদের হাতে রুনাকে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে গৃহকর্ত্রী ডা. নীনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কথা না শোনায় আমার স্বামী (ডা. সায়েম) ওই মেয়েকে দুয়েকটা চড়-থাপ্পর দিয়েছে। এরপর ওই গৃহকর্মীর পরিবার থানায় অভিযোগ দেওয়ায় পুলিশ আমার স্বামীকে আটক করে থানায় নিয়ে গেছে।’

গৃহকর্মী রুনা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া গ্রামের রহমত আলী ও জায়েদা বেগমের মেয়ে।  

/এআইবি/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!