X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাইড্রোলিক মেশিনের শব্দে কাঁপতো লালবাগের হেলেপড়া ভবনটি

শাহেদ শফিক
২২ জানুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০২:৫৯

হেলে পড়া পাঁচ তলা ভবন রাজধানীর লালবাগের আরএনডি রোডের পাঁচ তলা ভবনটির বিষয়ে বিশেষজ্ঞ মতামত পাওয়া না গেলেও এটি হেলে পড়ার পেছনে কিছু কারণ দেখছেন স্থানীয়রা। তারা জানান, ভবনটির আশপাশে হাইড্রোলিক মেশিন সম্বলিত কয়েকটি কারখানা গড়ে উঠেছে। সেসব কারখানার শব্দে হেলেপড়া ভবনটিসহ পুরো এলাকা কেঁপে ওঠে। তাছাড়া, ভবনটি অনেক পুরনো ছিল।

সরেজমিনে দেখা গেছে, আরএনডি সড়কের ২/ই নম্বর ভবনটির পেছন দিকেই গড়ে উঠেছে একাধিক হাইড্রোলিক মেশিন সম্বলিত কারখানা। দিনরাত এসব কারখানায় লোহা কাটাসহ ইঞ্জিনের শব্দে আশপাশের এলাকায় ভূ-কম্পনের মতো হতে থাকে। ভবনটি হেলে পড়ার পেছনে এসব কারণই দেখছেন বাড়ি মালিক ও স্থানীয় বাসিন্দারা।

ভবন মালিক হাজী শওকত আলীর নাতি এহসানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৯২ সালে রাজউকের অনুমতি নিয়ে ভবনটি করা হয়েছিল। ভবনের পাশেই একটি লোহার কারখানায় হাইড্রোলিক মেশিন ব্যবহার করা হয়। সেখানে দিনরাত চারটি মেশিন চলে।’ ভবনটির কয় তলা পর্যন্ত অনুমোদন রয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে রাজউকের একজন কর্মকর্তা জানান, এটির চার তলা পর্যন্ত অনুমোদন রয়েছে।

এহসানুল হক বলেন,‘আমরা আজ সোমবার রাজউকে গেছি। সেখান থেকে বুয়েটের মতামত নেওয়ার জন্য আমাদের চিঠি দেওয়া হয়েছে। আজ বুয়েট বন্ধ। আমরা কাল মঙ্গলবার বুয়েটে যাবো। বুয়েট যদি ভবনের ওপরের দুই তলা ভাঙার মতামত দেয়, আমরা তাতেও রাজি।’

রাজউকের অঞ্চল-৫ এর অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা বাংলা ট্রিবিউনকে জানান, ‘কী কারণে ভবনটি হেলে পড়েছে সে বিষয়ে প্রকৌশলগত মতামত ছাড়া  কিছুই বলা যাচ্ছে না। আমরা বাড়ি মালিককে চিঠি দিয়েছি তিনি যেন বুয়েট থেকে ভবনটির বিষয়ে রিপোর্ট করে আনেন। বুয়েটের পর্যবেক্ষণ অনুযায়ী ভবনটি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বাড়িতে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে ত্রুটিপূর্ণ নকশা, ভবন পুরনো হওয়া, নিম্নমানের উপকরণও থাকতে পারে।’ বাড়িটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এটা কাগজপত্র না দেখে বলা যাচ্ছে না। এই বাড়িটি দেখে মনে হচ্ছে পুরনো। বাড়ি নির্মাণকালীন বিল্ডিং কোড আর বর্তমান বিল্ডিং কোড এক নয়।’ 

ভবনটির বাসিন্দা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক বছর ধরেই এই বাড়িতে আমরা ভাড়া থাকছি। মালিক কোনও যত্নই নেয়নি বাড়ির। তাছাড়া, এই বাড়ির একেবারেই দেয়াল ঘেঁষে উঠেছে আরেকটি বাড়ি। ওই বাড়ি নির্মাণের সময় এই ভবনের পাশে গভীর গর্ত করতে হয়েছে। ঝুঁকে পড়ার জন্য ওটাও একটা বড় কারণ হতে পারে।’ 

স্থানীয় বাসিন্দা গোলাম রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সত্যিকার অর্থে পুরান ঢাকার কোনও বাড়িই রাজউক বা সংশ্লিষ্ট অথরিটির নিয়ম কানুন মেনে গড়ে উঠেনি। এই এলাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। এখনও যেসব বাড়ি হচ্ছে সেগুলোও বিল্ডিং কোড অনুযায়ী যথাযথভাবে নির্মাণ হচ্ছে না। একটি ভবন থেকে অন্য একটি ভবন যে পরিমাণ ফাঁকা থাকার কথা সেসবও অনুসরণ করা হয় না।’

আরও পড়ুন: লালবাগে হেলে পড়েছে পাঁচতলা ভবন, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ